বিমানবন্দর নিরাপত্তা কর্মী বেলাল কারাগারে রিমান্ড শুনানি আজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

স্বর্ণের বারসহ গ্রেপ্তার চট্টগ্রাম বিমানবন্দরের নিরাপত্তা কর্মী বেলাল উদ্দিনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পতেঙ্গা থানা পুলিশ। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার মোহাম্মদ বাদশা মিয়ার পুত্র। গতকাল রোববার মহানগর হাকিম আদালতে হাজির করে তার এ রিমান্ড চাওয়া হয়। একপর্যায়ে আদালত এ বিষয়ে সোমবারের (আজ) জন্য দিন ধার্য করে বেলাল উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নগর পুলিশের জিআরও শাখার একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার সকালে ৫ কোটি টাকারও বেশি দামের প্রায় ১০ কেজি স্বর্ণের বার নিয়ে মহিলাদের টয়লেট থেকে বের হয়ে আসার সময় বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে জাতীয় গোয়েন্দা সংস্থ্যা এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ।
দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বড় ধরনের স্বর্ণের এই চালানটি চট্টগ্রামে নিয়ে আসা হয়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বোর্ডিং ব্রিজ বন্ধ থাকায় ওই ফ্লাইটের সকল যাত্রী রানওয়ে থেকে হেঁটে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন লাউঞ্জে প্রবেশ করেন। এই সময় ইমিগ্রেশন লাউঞ্জের পাশাপাশি মহিলাদের জন্য নির্ধারিত দুইটি টয়লেটের একটি থেকে বের হয়ে আসেন সিভিল এভিয়েশনের আমর্ড সিকিউরিটি গার্ড বেলাল উদ্দিন। একপর্যায়ে এনএসআই কর্মকর্তারা তার শরীর তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন। ৮০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। এই স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধমহামারীতে মানসিক সমস্যায় বিশ্ববিদ্যালয়ের ৮৪.৬% শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধসৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ওরশ আজ