চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে টার্গেট করে নগরীর রেলওয়ে স্কুল গেট এলাকায় আসতেই গতিরোধ করে ছিনতাই চক্র ছিনিয়ে নিলো এক ব্যবসায়ীর ২০০ গ্রাম স্বর্ণালংকার। ১০ দিনের দীর্ঘ অভিযানে লুন্ঠিত স্বর্ণালংকারের মধ্যে ১৫০ গ্রামসহ নগদ ৩ লাখ ৩০ হাজার উদ্ধার করতে সক্ষম হয়েছে কোতোয়ালী থানা পুলিশ। পুলিশ বলছে, উদ্ধার হওয়া নগদ অর্থ মিলে লুণ্ঠিত স্বর্ণালংকারের বাজার মূল্যের প্রায় কাছাকাছি উদ্ধার সম্ভব হয়েছে।
এই ঘটনায় গ্রেফতার দুইজনের মধ্যে মোঃ আরমান ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। আর সাজু কুমার বনিকের বিরুদ্ধে রয়েছে চোরাই স্বর্ণালংকার ক্রয় ও সংরক্ষণের অভিযোগ। ছিনতাই চক্রের সদস্য আরমানের বিরেুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদকসহ ৭ টি মামলা রয়েছে।
রবিবার (১৮ মে) সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন দক্ষিণের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন। তিনি বলেন, এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এরা পেশাদার ছিনতাই চক্র। থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি থাকায় ছিনতাই চক্রকে সনাক্ত করা সহজ হয়েছে বলে দাবি তার।
ঘটনাটি মূলতঃ গত ৮ মে সকাল ১০ টার দিকের। চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে নগরীর হাজারী গলির দিকে আসার পথে রেলওয়ে পাবলিক হাই স্কুলের বিপরীত পাশে কুলিয়ারচর সিএনজি স্টেশন এলাকায় এসে পৌঁছালে গতিরোধ করে ব্যবসায়ী অভিষেক বড়ুয়ার সাথে থাকা ২০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের চুড়ি ও ২টি মোবাইল সেট ছিনিয়ে ছিনতাকারীরা।
পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িত মোঃ আরমান ও সাজু কুমার বনিকসহ লুন্ঠিত স্বর্ণালংকার করতে সক্ষম হয় কোতোয়ালী থানা পুলিশ।