বিমানবন্দর থেকে বেরিয়ে নিলেন দেশের মাটির স্পর্শ

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

প্রায় ১৮ বছরের নির্বাসন ভেঙে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমেই দেশের মাটির স্পর্শ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেরে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে খোলা জায়গায় জুতো খুলে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নেন তারেক রহমান। এ সময় এক টুকরো মাটি হাতে নিয়ে মাতৃভূমির স্পর্শ নিতে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে ইসমাঈল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগাজীপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু