বিমানবন্দরে যাত্রীকে লাথি মেরে বরখাস্ত পুলিশ কর্মকর্তা

যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দর

| শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

বিমানবন্দরে এক যাত্রীকে মাথায় লাথি মেরে ও পা দিয়ে চেপে ধরে আহত করেছেন এক পুলিশ কর্মকর্তা। গত মঙ্গলবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে এ ঘটনা ঘটে। যার ভিডিও ওই রাতেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, মঙ্গলবার ম্যানচেস্টার বিমানবন্দরের টার্মিনালএ মাটিতে শুয়ে পড়া এক ব্যক্তির দিকে ইউনিফর্ম পরা এক পুরুষ কর্মকর্তা এগিয়ে যান। এরপর তার মাথায় দুবার লাথি মারেন। তবে কোন কারণে ওই পুলিশ কর্মকর্তা উত্তেজিত হন ও যাত্রীকে আক্রমণ করেন তা স্পষ্ট হয়নি। খবর বাংলানিউজের।

এদিকে ভিডিও ভাইরালের পর স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে ঘটনার তিন দিনের মাথায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এ তথ্য নিশ্চিত করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেনি জিএমপি। ভুক্তভোগীর নাম ওমর মিনহাজ জানা গেছে। বিবিসি জানিয়েছে, ওমর মিনহাজ নামের ওই যাত্রী যুক্তরাজ্যের লিডস শহর থেকে পরিবারের সঙ্গে ম্যানচেস্টারে যাচ্ছিলেন। টার্মিনালে পুলিশ কর্মকর্তারা তার দিকে এগিয়ে এলে কোনো একটি বিষয় নিয়ে সেখানে হাতাহাতি শুরু হয়। এরপর তাকে মাথায় লাথি মেরে ও পা দিয়ে চেপে ধরেন এক পুলিশ কর্মকর্তা। ঘটনার পরদিন (বুধবার) রাতে ইংল্যান্ডের রচডেল থানার সামনে কয়েক শ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আওয়ামী লীগের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধছনহরায় মোখলেছুর রহমান শাহ মাজারের পুনঃনির্মাণ কাজ শুরু