বিমানবন্দরের প্রবেশমুখে অবৈধ যাত্রী ছাউনি ও দোকান উচ্ছেদ

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে অবৈধ যাত্রী ছাউনি ও দোকান গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করে দেন। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাকর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন। জনস্বার্থে ফুটপাত ও সড়ক দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে লটারি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাদের ব্যবস্থা চান পররাষ্ট্রমন্ত্রী