বিমলেন্দু দত্ত

| বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার বিমলেন্দু দত্ত গত ২৩ আগস্ট নগরীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে আনোয়ারার নিজ গ্রামে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০০৬ সালে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করে অবসরে যান এই সরকারি কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধচবি শিক্ষার্থীকে পুলিশে দিল প্রক্টরিয়াল বডি
পরবর্তী নিবন্ধএ সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না