বিভিন্ন স্থানে সরকারি নিয়োগপ্রাপ্ত ইমাম-খতিবকে অপসারণের অপচেষ্টার তীব্র নিন্দা

আহলে সুন্নাত বাকলিয়া শাখার জরুরি সভা

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বাকলিয়া থানা শাখার জরুরি সভা কালামিয়া বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের ওপর আক্রমণ, বিভিন্ন স্থানে অলিদের মাজারে হামলা, সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ইমাম খতিবদের জোর করে অবৈধভাবে অপসারণের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, শান্ত সুন্দর পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে একটি পক্ষ। এহেন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হয়। অন্যথায় এদেশের বৃহত্তর সুন্নি জনতা এমন ঘৃণ্য কর্মকাণ্ড মোকাবিলা করতে মাঠে নামবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে মুহাম্ম্‌দ নুরুল আবছার, হাজী মুহাম্মদ ইউসুফ, উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ রব্বানী, উপাধ্যক্ষ ওবায়দুল হক ফারুকী, উপাধ্যক্ষ মফিজুর রহমান, অধ্যাপক মাওলানা নেজাম উদ্দিন, অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, অধ্যাপক মাওলানা গিয়াস উদ্দিন কাদেরি, ডা. মুহাম্মদ ইয়াসিন, হাজী কামাল উদ্দিন, হাজী সেকান্দর রুমি, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা খোরশেদুল আলম, মাওলানা মনজুরুল আলম, আবদুল করিম সেলিম, নুরুল হুদা তারেক, আমীর হোসাইন লিটু প্রমুখ। প্রেস বিজ্ঞাপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দিনেও সূচকে লাফ, লেনদেনেও গতি
পরবর্তী নিবন্ধফরিদপুরে ‘পাল্টে গেল’ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম