বাঁশখালী
বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পর্যায়ের ২২ টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে ১০০,২০০ ও ৪০০ মিটার দৌড়,হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, চাকতি নিক্ষেপ,শটপুট, জ্যাভলিন থ্রো, ডিসকাস ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগিতারা। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, চেয়ারম্যান ইবনে আমিন, চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ। বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল ও যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বোয়ালখালী

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত রোববার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।
রাউজান

রাউজান প্রতিনিধি : রাউজানে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যথলেটিকস প্রতিযোগিতা গত ২৯ জানুয়ারি সম্পন্ন হয়। রাউজান আরআরএসি সরকারি মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম।










