শীতার্ত দরিদ্র জনগণের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার ২৩নং পাঠানটুলি ওয়ার্ডের সুপাড়িওয়ালা পাড়া এলাকায় চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আকবর চৌধুরী কবির ডিউকের সভাপতিত্বে এবং ডবলমুরিং থানা বিএনপির সংগঠক সুফি মোহাম্মদ ইবরাহীমের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশা, এডভোকেট আবদুল মান্নান, এস,এম,আইয়ুব, এম আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা জাহিদ, এরশাদ হোসেন, আকরাম খান, ফারুক হোসেন, মো. আলমগীরসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রতি বছর তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান এবং অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে সমাজের বিত্তবান শ্রেণির উদ্যোগ শীতার্তদের বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই উদ্যোগ সমাজের সবার মধ্যে মানবিকতা জাগ্রত করে এবং দরিদ্র মানুষের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে। মানবিক সমাজ গঠন সম্পর্কে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের ভিত্তিতেই একটি সত্যিকারের মানবিক সমাজ গড়ে ওঠে। সমাজের বিত্তবানদের শীতার্ত, দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে শুধু শীতার্তদের কষ্ট লাঘব হবে না, বরং সমাজে সমতার ভিত্তি শক্তিশালী হবে।”
জামাল খান ওয়ার্ড বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশের সব প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। এই সচিবালয়ের ৭ নাম্বার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্চিদ্র নিরাপত্তাজনক স্থানে আগুন লাগা এবং একজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক। তিনি গতকাল নগরীর অসকার দিঘির পাড়ে ২১নং জামাল খান ওয়ার্ড বিএনপির উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামালখান ওয়ার্ড বিএনপি নেতা আবু মোহাম্মদ মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা দিদারুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক সাহেদ বক্স। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুজ্জামান স্বপন, কামাল হোসেন, মো. সেলিম, দেলোয়ার হোসেন, হাসানুল করিম চৌধুরী, মো. আলমগীর, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মো. ইলিয়াছ, মো. সেলিম, আমিন উল্লাহ, তাসলিমা আহমেদ, মো. আলী হোসেন, শাহ নেওয়াজ, নুর হোসেন, ওমর ফারুক টারজান, সৈয়দ সাফওয়ান আলী, ইমরান হোসেন, মোবারক হোসেন, শাহ সাবাহ আনি প্রমুখ।
চলার পথে ইসলাম : মানবিক উষ্ণতার উপহার নিয়ে শীতার্ত মানুষের পাশে চলার পথে ইসলামের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় পতেঙ্গার নাজিরপাড়া আল কুরআন একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়। চলার পথে ইসলামের পরিচালক মো.মামুন হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতেঙ্গা কর্ণফুলী স্কুলের সাধারণ সম্পাদক ও দক্ষিণ পতেঙ্গা যাইনুল উলুম দাখিল মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ হানিফ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, চলার পথে ইসলাম এর প্রধান উপদেষ্টা এটিএম ইসমাইল, নাজির পাড়া আল কুরআন একাডেমির সভাপতি মো.মহিউদ্দিন, লানিং বার্ড স্কুলের পরিচালক শহীদুল ইসলাম মুন্না, ডেইলপাড়া যুব কল্যাণ পরিষদের সভাপতি রেজাউল করিম, পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাইফ উদ্দিন, সাবেক ছাত্র নেতা মো.ওসমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, মো. তারেক, জাফর উল্লাহ, সিরাজ, শাহীনেওয়াজ, আহসান বাপ্পি, মিজান, রনি, জিসান, তুহিন, সিয়াম, তাসিন, তানভীর, সাকিব, আবদুল্লাহ, ইমন, মিনহাজ, সাইফুল প্রমুখ। চলার পথে ইসলামের মানবিক এ কর্মসূচিতে ১১০ জন অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাজেদা খায়ের ফাউন্ডেশন : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে ১০ হাজার শীতার্তদের মাঝে সাজেদা–খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলার কাঞ্চনাবাদ পশ্চিম এলাহাবাদ মাদ্রাসার মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সাঙ্গু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ তাহেরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহ, বিজিসি ট্রাস্টের রেজিস্টার ড. এম এ সোয়েব। মাদরাসার প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা অলি উল্লাহ, মোরশেদুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, শিক্ষক আমজাদ হোসেন, আবদুল হালিম, জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, সামাজিক দায়বদ্ধতার আলোকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা সমাজের প্রতিটি বিত্তশালীর উচিত। প্রতিবছরের ন্যায় সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। এই কার্যক্রম চালু রাখার আহবান জানান তিনি। ফাউন্ডেশনের পক্ষ থেকে চন্দনাইশে ১০ হাজার ছাড়াও উত্তরবঙ্গে ২৫ হাজার, পটিয়া উপজেলায় ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সীতাকুণ্ড সলিমপুর : সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ইউনিয়নে অবস্থিত চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের আওতাধীন ৪নং সমাজের নবগঠিত সমাজ উন্নয়ন কমিটির পরিচিতি সভা, মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবসের আলোচনা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় ৪নং সমাজের প্রধান সড়ক প্রাঙ্গণে নবগঠিত কমিটির নব নির্বাচিত সভাপতি নুরুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাইদুল হক সাদু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের (হাইকোর্ট বিভাগ) আইনজীবী ও সিএলজিএর সভাপতি এডভোকেট আবুল কাশেম, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জামাল উদ্দিন, হেলাল উদ্দিন, ফজলুল করিম, শফিকুল ইসলাম মাস্টার, হারুন অর রশিদ, আবু তাহের কমান্ডার, মিলন মোল্লা, হুমায়ুন, জাকির হোসেন,আব্দুর রব, আয়েশা আকতার, আলেয়া আক্তার আখি। সভা শেষে সমাজের শতাধিক অসহায় সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
ভারটেক্স গ্রুপ : ‘মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’– এই শ্লোগানকে সামনে রেখে বন্দর–পতেঙ্গায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ভারটেক্স গ্রুপ। ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুরের পক্ষে ২৫ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪ টায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। ভারটেেক্েসর এজিএম শেখ মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং পতেঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো.জসিম উদ্দিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুজিবুল হক। প্রধান বক্তা ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ–সভাপতি আবু জাফর, মো. লোকমান, সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, আব্দুল হাকিম, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, মো. সেলিম, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি, সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন, এডমিন আব্দুর রহমান, কর্মকর্তা কাউছার আলম, সিকিউরিটি ইনচার্জ মোজাম্মেল, মোহাম্মদ কাউছার।
হাটহাজারী বিএনপি : হাটহাজারী ও আংশিক বায়েজিদ আসনের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারাজানার পক্ষে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রিয়াজ হোসেনের সার্বিক সহযোগিতায় অসহায় শীতার্তদের মাঝে গতকাল শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উত্তর মাদার্শা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ একরাম হোসেন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন–সাবেক উত্তর মাদার্শা ইউনিয়ন ছাত্রনেতা দেলোয়ার হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিন উদ্দিন, সাবেক উত্তর মাদার্শা ইউনিয়ন ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ নাসের, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা শহীদুল্লাহ্ কায়সার, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা এস এম ফরিদুল ইসলাম, প্রবীণ নেতা ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মাহমুদুল হক, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবউল্লাহ চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা শহীদুল্লাহ্ মনা, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ হারুন, বিএনপি নেতা ইলিয়াস সওদাগর, বিএনপি নেতা মোহাম্মদ মুসা, যুব নেতা মোহাম্মদ মুজিব, যুব নেতা মোহাম্মদ সাইফুল্লাহ, যুব নেতা মোহাম্মদ শরীফ, যুব নেতা মোহাম্মদ জসীম, ছাত্র নেতা নাইম উদ্দিন চৌধুরী, ছাত্র এস এম জোবায়ের ইসলাম (দিহান)সহ ১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
৩৯নং ওয়ার্ড জামায়াত : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ হালিশহর ৩৯নং সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে শ্রমজীবী ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী ইপিজেড ৩৯নং সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ও পরিবেশবিদ মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইপিজেড, থানা জামায়াতের আমীর আবুল মোকাররম। দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ড বাইতুল মাল সেক্রেটারি আব্দুর রহিম বিশ্বাস। সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মোজাম্মেল হক, মোঃ ফখরুল ইসলাম, আবুল কালাম, এডভোকেট শাহেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সভায় বক্তারা বলেন– জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয় একটি মানবিক কাফেলা। আওয়ামী দুঃশাসনের সময়েও আমাদের কার্যক্রম থেমে ছিলো না। আজকের শীতবস্ত্র কার্যক্রমের মতো জামায়াতে ইসলামী বিভিন্ন মানবিক কাজে সম্পৃক্ত থেকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইউনিটি স্পার্ক : শীতের নির্মম প্রকোপে যখন রাতগুলো অসহ্য হয়ে উঠছে, তখন সমাজের শীতার্ত, সুবিধাবঞ্চিত মানুষের জন্য এক টুকরো উষ্ণতা নিয়ে এগিয়ে এসেছে ইউনিটি স্পার্ক। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করার যে অঙ্গীকার, তার প্রথম পদক্ষেপ হিসেবে আজ সংগঠনের পক্ষ থেকে একটি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গতকাল সকালে ইউনিটি স্পার্ক –এর সদস্যরা চট্টগ্রামের একটি সুবিধাবঞ্চিত এলাকার শীতার্ত মানুষের কাছে পৌঁছে যায়। সেখানে শীতের প্রভাব সর্বাধিক ভুক্তভোগীদের মধ্যে রয়েছে প্রবীণ ব্যক্তি, শিশু ও তরুণরা। তাদের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হয় উন্নত মানের শাল, আরামদায়ক মোজা, এবং শুষ্ক ত্বক রক্ষার জন্য ভেসলিন। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ উম্মে হাবিবা রশিদ হিয়া, প্রোগ্রাম কো–অর্ডিনেটর মহিবুল হাসান রাফি এবং সিনিয়র সদস্য সাইরা আরফিন, তাবিব, মাহি ও জিহান। এ আয়োজনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে এক চিলতে হাসি ফোটাতে পেরে ইউনিটি স্পার্ক –এর সদস্যরা নিজেদের কাজকে সার্থক মনে করেছে। প্রতিটি কৃতজ্ঞতা ভরা দৃষ্টি এবং প্রশান্তির হাসি সংগঠনের সদস্যদের অনুপ্রেরণার প্রধান উৎস হয়ে উঠেছে। ইউনিটি স্পার্ক এর প্রতিষ্ঠাতা রাকিবুল ইসলাম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি, একটুকরো উষ্ণতা শুধু শরীরকেই নয়, হৃদয়কেও উষ্ণ রাখে। সবাইকে অনুরোধ, আমাদের পাশে থেকে পরিবর্তনের এই যাত্রায় অংশীদার হোন।
জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানার ৮ নম্বর শুলকবহর বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, তিনি বলেন অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালী মানুষের কাছে আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা আমীর ইঞ্জি: মাহবুবুল হাসান রুমী, ৮ নং শুলকবহর ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ, সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন চৌধুরী,মোসলেহ উদ্দিন,আকাশ চৌধুরী,রাজু,মঈন উদ্দিন প্রমুখ।