বিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বিশাপ : বাংলাদেশ ইন্টিগ্রেটেড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট প্রোগ্রাম (বিশাপ) এবং বৃহত্তর ঢাকা সমিতির যৌথ আয়োজনে গত ২৬ জানুয়ারি খুলশী ওয়ার্ড নং১৩ এর সেগুন বাগান নিবেদন ক্লাব (ত্রিভুজ মাঠ)-এ এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের সভাপতি লায়ন মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশাপের প্রধান নির্বাহী এস. এম. তারেক জাবেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশাপ বাংলাদেশের চেয়ারম্যান তারেক বিন কাসেম, কনজ্যুমার রাইটস অব বাংলাদেশের প্রতিনিধি কে.জি.এম. সবুজ, সংগঠনের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন, অফিস সেক্রেটারি দিলীপ কুমার সুর। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শাহজাদ মাজিদসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব, কমিউনিটি নেতা ও গণ্যমান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসাপএর টিম সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

গীতাঞ্জলি মাতৃসম্মিলনী : গীতাঞ্জলি মাতৃসম্মিলনীর (গীমাস) শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে নগরীর আন্দরকিল্লাস্থ রাজাপুকুর লেইন লোকনাথ ধামে সংগঠনের সিনিয়র সহসভাপতি অধ্যাপক জয়া দত্তের সভাপতিত্বে ও সমাজসেবক রুনু দেবীর তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শুক্লা দেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামচট্টগ্রামের সভাপতি সমাজসেবক শিবু প্রসাদ দত্ত। উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ, উপদেষ্টা অধ্যক্ষ সুলেখা পাল, পৃষ্ঠপোষক সমাজসেবক দীপেন সাহা, উপদেষ্টা ডা. মৌমিতা দাশ, পৃষ্ঠপোষক ডা. জয়া দেবী, সাবেক সভাপতি সুচিত্রা ধর, চাকসু নেত্রী পূর্ণিমা রাধে, রসায়নবিদ ড. ক্ষুদিরাম ভৌমিক, স্নিগ্ধা আচার্য্য, শিল্পী চৌধুরী, লাভলী দে, সুধামা দাশ সুজন, তুর্জয় দাশ, রিম্পা দে, শর্মিলা দে, কণিকা চৌধুরী, চুমকি চৌধুরী, সান্ত্বনা দাশ, প্রাচী চৌধুরী, প্রিয়ন্তী দাশ, অধরা দাশ, স্নিগ্ধা দাশ পূজা, সানি মহাজন, মৃত্তিকা দেওয়ানজী প্রমুখ। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পটিয়া আবদুস সাত্তার ফাউন্ডেশন : পটিয়া প্রতিনিধি জানান, তীব্র শীতের মধ্যে মানবিক সহায়তা নিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় পটিয়া রেলস্টেশন এলাকায় শতাধিক শীতার্ত ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রেলস্টেশনের প্লাটফর্মে অবস্থানরত ছিন্নমূল, ভাসমান ও অসহায় মানুষের হাতে হাতে কম্বল তুলে দেওয়া হয়। গভীর রাতে শীতের প্রকোপে কাঁপতে থাকা মানুষদের মাঝে এই সহায়তা স্বস্তি এনে দেয়। কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান চৌধুরী। এ ছাড়া কর্মসূচিতে অংশ নেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম পটল, নুরুল আলম সওদাগর, সেলিম উল্লাহ্‌, শওকত আকবর মুন্না, জসিম উদ্দিন, মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিউবি এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধদরবারে কামালিয়ায় ওরশ শরীফ