শীতার্তদের পাশে কম্বল নিয়ে পাশে দাড়িয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পশ্চিম খুলশী বিএনপি পরিবার : বিএনপি পরিবার চট্টগ্রামের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম খুলশিস্থ গার্ডেন ভিউ সোসাইটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে কন্বল বিতরণ করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমাজ সেবক মোরশেদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ হালিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মনিরুল ইসলাম, আজিম ভুইঁয়া, মোহাম্মদ সাজ্জাদ, আকবর হোসেন, মোহাম্মদ জসিম, মোহাম্মদ সোহেল, জয়নাল আবেদীন প্রমুখ।
মিলাদ মাহফিল পরিচালনা করেন গারাঙ্গিয়া জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আবুবক্কর সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে এম এ হালিম বলেন, বিএনপি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় মানুষের পাশে ছিলেন। মৃত্যুর পর তিনি এ ভালবাসা পেয়েছেন। এটা আর কখনো কেউ পাবে কিনা জানা নেই। তিনি বলেন, বিএনপি পরিবার চট্টগ্রামের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
লংকাবাংলা ফাউন্ডেশন : চট্টগ্রামের কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য বিশেষ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা শুরু হওয়া এই মানবিক উদ্যোগে সুবিধাবঞ্চিত ও শীতপ্রবণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ফাউন্ডেশন তাদের সহায়তা পৌঁছে দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সবিচ মোহাম্মদ আশরাফুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল কাশেম, অধ্যক্ষ মোঃ রফিক উদ্দিন চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য মোঃ শাহেদ আকবর এবং সুফিয়া আকতার সিমি। যারা কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছেন। মানবিক কার্যক্রমের বাস্তবায়ন ও তত্ত্বাবধান করেছেন মোঃ মাহাবুবুর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এস. এম ইফতেখার মাহমুদ, শাখা প্রধান, সি.ডি.এ এভিন্যু শাখা; এবং জসীম উদ্দীন আহমেদ, শাখা প্রধান, আগ্রাবাদ শাখা। কর্মসূচির মূল আকর্ষণ ছিল শীতবস্ত্র বিতরণ, যেখানে শীতপ্রবণ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল এবং উষ্ণ পোশাক বিতরণ করা হয়, যা তাদের শীতকালে কিছুটা স্বস্তি ও সহায়তা প্রদান করেছে। উপস্থিত উপকারভোগীরা ফাউন্ডেশনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় সমাজে মানবিক সহানুভূতির বার্তা ছড়িয়ে দিয়েছে।
এপেক্স ক্লাব কর্ণফুলী : বৃহস্পতিবার আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ইন্টারন্যাশনাল এপেক্স বাংলাদেশ জেলা–০৩ এর এপেক্স ক্লাব অব কর্ণফুলীর পক্ষ থেকে নগরীর দেওয়ানহাট ও পোস্তারপাড় এলাকায় সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপেক্সিয়ান নজরুল ইসলাম, জেলা–০৩ এর গভর্নর এপেক্সিয়ান সরোয়ারোজ্জামান চৌধুরী, আইপিডিজি এপেক্সিয়ান জামাল উদ্দিন, ডিজি ইলেক্ট এপেক্সিয়ান মোহাম্মদ গোলাম কবির, জেলা সচিব এপেক্সিয়ান আব্দুল কাদের, ক্লাব সভাপতি এপেক্সিয়ান মোঃ জিয়াউল কবির সোহেল, ক্লাব সেক্রেটারি এপেক্সিয়ান মনিরুল ইসলাম শিপন, জুনিয়র সভাপতি এপেক্সিয়ান খাজা মঈনুদ্দিন রিগ্যান, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মোঃ তানভির সিকান্দার, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মিল্কি বড়ুয়া, এপেক্সিয়ান তন্দ্রাময়ী দেবী, এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন হীরা, এপেক্সিয়ান স্বপ্না আক্তারসহ আরও অনেকে। সুবিধাবঞ্চিত মানুষের সেবায় সকলের এগিয়ে আসতে হবে, মানব সেবার উন্নয়নে এপেক্স বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।
আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট : আধ্যাত্মিক মানবসেবামূলক সংগঠন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ট্রাস্ট আশেকানে মোস্তফা (দঃ) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ১৩ জানুয়ারি দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচির ঢাকা জোনে বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা শাহছুফী মুফতী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা:জি:আ), শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, হাজী মোহাম্মদ কামরুজ্জামান, মুহাম্মদ আমজাদ হোসেন শাহেদ, মুহাম্মদ শাহাবুদ্দিন সোহেল, মুহাম্মদ ইয়াছিন আরাফাত রনি, মুহাম্মদ রাকিব হোসাইন। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান মহোদয়্ল্ল বক্তব্যে বলেন, শীতের এই সময়ে সমাজের গরীব ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে আমরা সামান্য হলেও তাদের কষ্ট লাঘবের চেষ্টা করছি। মানুষ হতে হলে অন্য মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই আমরা পরবর্তীতে চকরিয়া কক্সবাজার, ফেনী, কুমিল্লা, সিলেট হবিগঞ্জ, হারুয়ালছড়ী, পাটিয়ালছড়ী, ফটিকছড়িতে এই কর্মসূচি অব্যাহত রাখবো।
রঙিন ঘুড়ি ফাউন্ডেশন : রঙিন ঘুড়ি ফাউন্ডেশন সংগঠনের মানবিক প্রকল্পের আওতায় নগরীর শেরশাহ বায়েজিদস্থ গুলশান শাহে মদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ২৬তম মানবিক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হয়েছে। এতে শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে আফাজ উদ্দীন আসিফের সার্বিক পরিচালনায় সভাপতিত্ব করেন মাসুদ আলম চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা। আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাবু, মোঃ মাঈন, স্টিবেন ডায়েজ, জাহেদুল ইসলাম, মোঃ রিপন, আবু দাউদ, তানজিম, আলী রেজা তালুকদার বাপ্পী সহ দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতী মোঃ সলিমুল্লা।
বাদুরতলা মহল্লা কমিটি : চট্টগ্রামের বাদুরতলা এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আলহাজ মৌওলানা মতিউর রহমান পরিবারের উদ্যোগে এবং বাদুরতলা মহল্লা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাসেদ’র সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪০০ জন শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। আয়োজনে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। মানবিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে বাদুরতলা মহল্লা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বোয়ালখালী : বোয়ালখালী উপজেলার বিদগ্রামে প্রয়াত ঝর্ণা রানী দাশের স্মৃতিচারণ এবং শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সমাজসেবক বিজয় কৃষ্ণ দাশের সভাপতিত্বে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লব দাশ, পলাশ দাশ, রুবেল দাশ, সম্পী দাশ, জয়া দাশ, অ্যাডভোকেট দিলীপ চন্দ্র পাল, রাজ কুমার দত্ত, সুকৃতি পাল, সোমা দত্ত। বিশেষ অতিথি ছিলেন বাগীশিপ–কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ–সভাপতি মাস্টার রণজিৎ কুমার দাশ, অশ্রু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লায়ন রুবেল দাশ, চট্টগ্রাম জেলার সহ–সভাপতি রূপন মহাজন, সাধারণ সম্পাদক ব্যাংকার উজ্জ্বল শুক্লদাশ, রূপনা চৌধুরী রূপা, লায়ন দোলন ধর, লাকী দেব, গীতা প্রশিক্ষক শাহুল মিত্র, কাঞ্চন নাথ, সঞ্চয় মিত্র, বাগীশিপ–বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক রূপন দাশ, সাংগঠনিক সম্পাদক নিখিল চৌধুরী, অধীর দাশ, ঝুলন দাশ, শুভ দাশ। স্মৃতিচারণ অনুষ্ঠান প্রথম পর্বে বক্তব্য রাখেন অধ্যাপক রূপন ধর, অধ্যাপক অরুপ কুমার নাথ, সোমা রাণী দাশ, আলোচনা শেষে শতাধিক অসচ্ছল পরিবার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও সংগীত পরিবেশন করেন শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী গীতা শিক্ষা নিকেতনে শিক্ষার্থীবৃন্দ।












