বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গত ১২ জানুয়ারি দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মো. জালাল উদ্দিন চৌধুরীর উদ্যোগে আয়োজিত মাহফিলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মাহফিলে জালাল উদ্দিন চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ নঈম উদ্দিন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে হাফেজ জাহেদুল ইসলামের পরিচালনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

লোহাগাড়া উপজেলা বিএনপি: দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু বলেছেন, যে কোন দুর্যোগদুর্বিপাকে বিএনপি সব সময় জনগণের পাশে থাকে। তারা সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকেন সব সময় জনতার পাশে থাকেন। আগামীতেও সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবেন তারা। তিনি আরো বলেন,শহীদ জিয়া এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এদেশের কৃষক,শ্রমিক ও সাধারণ মানুষের মুক্তির দিশারী। তিনি গতকাল বুধবার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান এলাকায় বায়তুল কোরআন মাদ্রাসা সংলগ্ন মাঠে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ৬ নাম্বার ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলম কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আবু সেলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী। কফিল উদ্দিনের সসঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহাব উদ্দিন সওদাগর, বাহাদুর চৌধুরী, কায়েস উদ্দিন, লতিফুর রহমান, সাইমুন সেলিম, নাজিম উদ্দিন, মো. বাচ্চু, বেলাল উদ্দিন, জহির উদ্দিন, মিজানুর রহমান, কুতুব উদ্দিন মামুন প্রমুখ।

সতেজ : বেসরকারি উন্নয়ন সংগঠন সতেজ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে গত ১২ জানুয়ারি নগরীর আগ্রাবাদ সিডিএ লোহারপুল ও খুলশীতে ৩শ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সতেজ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ মাহবুবই করিম মুকুল, ভাইস চেয়ারম্যান শামীম হায়াত ও সাধারণ সম্পাদক রিয়াজ ইউসুফ পারভেজ শাহীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ে সেমিনার
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতা ফিরে আসবে