রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ার দাতব্য সংগঠন আবনায়ে কোদালা ওলামা সংস্থার দুই বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন মাদ্রাসার গরিব দুস্থ অসহায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া অসহায় একটি পরিবারকে ঘর নির্মাণে ঢেউটিন বিতরণ করা হয়। গত ১২ জানুয়ারি কোদালা আজিজিয়া কাসেম উলুম মাদ্রাসা প্রাঙ্গনে এসব শীতবস্ত্র স বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাদের।বিশেষ অতিথি ছিলেন হাফেজ খোরশেদ, নুরুল আজিম, মো. ইউনুছ, ওয়ালিউল্লাহ, ক্বারী মো. হাসান, আব্দুল গফুর, ওমর ফারুক, আবুল বাশার, মো. মনসুর, মো. মাসুম, হাফেজ মো. ইউসুফ, মো. ইব্রাহিম প্রমুখ। শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের শীতের পোশাক বিতরণ করা হয়।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান,রাউজানে চারণ কবি মরহুম সৈয়দ সালেহ আহমদ মাস্টারের পরিবারের পক্ষে এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভার ৯নং ওয়ার্ডের ওয়াহেদরখীল এলাকায় পাঁচ শত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন বিএনপি নেতা এস এম শফিসহ বিএনপি নেতৃবৃন্দ। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা রফিক সওদাগর, মোহাম্মদ সেলিম উদ্দিন কোম্পানি, বদিউল আলম বদি, জসিম উদ্দিন, হাফিজুর রহমান, মহরম মিয়া মোহাম্মদ শাকিল, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ আবির প্রমুখ।












