চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আলোর দিশা : গতকাল শুক্রবার দুপুর ২টায় আলোর দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। প্রথম ধাপে সাতকানিয়ার চরতি মুহাম্মদিয়া মাদ্রাসার এতিমখানার ছাত্রদের জন্য কম্বল দেওয়া হয়। কোতোয়ালি থানার অভয়মিত্র ঘাট মসজিদ প্রাঙ্গণ থেকে কম্বলগুলো গ্রহণ করেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমীন হানাফি ও অফিস সহকারী জনাব নুরুন্নবী। এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাকসুদ আলম, এস এম জলিল সওদাগর, আইনজীবী আবুল কাশেম চৌধুরী, কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, মসজিদ কমিটির সেক্রেটারি সিরাজি উদ্দিন চৌধুরী, মাহফুজ আলম, প্রকৌশলী মোঃ আমিনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। ড. মুহাম্মদ নুর হোসাইন বলেন, রীতিমত কর্মসূচি হিসেবে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি উক্ত মহতি কাজে এগিয়ে আসার জন্য সামর্থ্যবানদের প্রতি উদাত্ত আহবান জানান। বিতরণ কাজে সহযোগিতা করেন স্বেচ্ছসেবক হাফেজ মাহমুদুল হক, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, তাহমিম আহমদ, মুহাম্মদ বিন ইয়ামিন ও ইমতিয়াজ।

কর্ণফুলী এক্স–ক্যাডেট এসোসিয়েশন : ‘মানুষ মানুষের জন্য, ক্যাডেট দেশের জন্য”–স্লোগান নিয়ে নতুন বছরের ১লা জানুয়ারি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স–ক্যাডেট এসোসিয়েশন (কেকা) শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে। নগরীর কদম মোবারকস্থ কেকার কার্যালয়ে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন কেকার সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহের। পরবর্তীতে রাত ১১টায় শীতের তীব্রতা ও অসহায় মানুষের দুর্ভোগ বিবেচনায় শীতবস্ত্রহীন ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন এক্স–ক্যাডেটরা। মহানগরের বিভিন্ন এলাকায় (সিরাজদৌল্লাহ রোড, মোমিন রোড, চেরাগী পাহাড় মোড়, জামাল খান, গণি বেকারী, চকবাজার, গুলজার, অলি খাঁ মসজিদ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ) শীতবস্ত্রহীন, বসতবাড়িহীন, দরিদ্র, ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় কেকার সিনিয়র সহসভাপতি মো. মহসিন উদ্দিন চৌধুরী, সহসভাপতি ড. মহিউদ্দিন চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কাদের, দপ্তর সম্পাদক রনি পাল, সহ অর্থ সম্পাদক তারেকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঁচলাইশ থানা জামায়াতে ইসলামী : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পাঁচলাইশ থানা জামায়াতে ইসলামী।
শীত মৌসুমের শুরু থেকেই তীব্র ঠান্ডা পড়ায় এ এলাকার প্রান্তিক, দরিদ্র ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল ও বস্তি এলাকায় বসবাসকারী মানুষেরা পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
শুক্রবার মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগরী পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদপুর ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আইন ও আদালত সম্পাদক শফিউল আজিম মন্টি, শুলকবহর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, নসরুল আজিম মানিক, তরু প্রমুখ।
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শীতকাল জুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এ কাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

অদ্বৈত–অচ্যুত মিশন রামপুর শাখা : সাতকানিয়া উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড বণিকপাড়ায় আকাশবৃত্তি মহোৎসবের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপনী দিনে অদ্বৈত–অচ্যুত মিশন রামপুর শাখার উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রয়াত যতীশ সাধুর পরিবারের সার্বিক সহযোগিতায় প্রায় ৫০০ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র করা হয়। এসময় উপস্থিত ছিলেন আকাশবৃত্তি সূবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি ও অদ্বৈত–অচ্যুত মিশন–বাংলাদেশ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ ধর, অর্থ সম্পাদক দোলন ধর, আরোহণ সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রবি ধর, অদ্বৈত–অচ্যুত মিশন সাতকানিয়া শাখার সভাপতি প্রবীর ধর, সাবেক সভাপতি চন্দন ধর, রতন ধর, রিতেন ধর, জিতেন ধর, বিকাশ মাস্টার, পলাশ ধর প্রমুখ।

রোটারি ক্লাব অব খুলশী সেন্ট্রাল : রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের উদ্যোগে এবং এসিএস লজেসটিকস লিমিটেডের সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি গত ৩১ ডিসেম্বর নাচনী খোলা ও ভেরা কলোনি হাটহাজারী থানার অন্তর্গত এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান সিপি মোহাম্মদ রিজওয়ান শাহিদী। ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটাঃ আহমেদ জামাল নাসের চৌধুরী এবং ক্লাব ট্রেজারার রোটা: মোহাম্মদ লুৎফুল আফসার আদনান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম নান্টু। এ ছাড়াও সামপ্রতিক মোহাম্মদিয়া হাফেজুল উলুম হেফজখানা এতিমখানা ও লিল্লা বোডিং, কুঞ্জছায়া আবাসিক এলাকা, পূর্ব নাসিরাবাদ, বায়েজিদ বোস্তামী থানা রোড, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রামে এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মীম–এ–আমির ওয়েলফেয়ার ট্রাস্ট : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ার মীম–এ–আমির ওয়েলফেয়ার ট্রাস্টের শীতবস্ত্র পেল অসহায় দরিদ্র মৎস্যজীবীসহ বিভিন্ন পেশার দরিদ্র নারী পুরুষ। বৃহস্পতিবার বিকেলে আনোয়ারা উপজেলার গহিরা বার আউলিয়া মার্কেট এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ট্রাস্ট সদস্য মো. মাসুম খানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মীম–এ–আমির ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খাদিমে সুফিয়া সৈয়্যদ মামুনুর রশীদ শাহ আমিরী (ম.)। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ কায়েস আমিরী, কবি মুহাম্মদ জামাল উদ্দিন আমিরী, মাওলানা মো. শহীদ উল্লাহ নঈমী, মো. রফিক মাঝি, মো. জামাল, মো. আজিজ, মো. কায়সার, মো. ইকবাল প্রমূখ।

গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভার ১২টি সাংগঠনিক ওয়ার্ডের সমন্বয়ে ৪নং ওয়ার্ড কমিটির উপদেষ্ঠা সমাজসেবক মোহাম্মদ হারুনুর রশিদের অর্থায়নে গরীব অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পটিয়া পৌরসভার মুন্সেফ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। পটিয়া পৌরসভা গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি কে.এম. দিদারুল আলমের সভাপতিত্বে ও কমিটির পৌরসভার সেক্রেটারী মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য অধ্যক্ষ এম এ মান্নান চৌধুরী। অনুষ্ঠানে পটিয়া পৌরসভার আওতাধীন ১২টি ওয়ার্ডের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ওয়ার্ড কমিটির প্রতিনিধিদের মাধ্যমে এলাকায় গরীব দুস্থ শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এমদাদীয়া হালদারকুল কাজি পাড়া খেদমত কমিটি : হাটহাজারী প্রতিনিধি জানান, গাউছুল আজম মাইজভান্ডারি মাওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহর (ক.) পবিত্র ১০ই মাঘ ওরশ উপলক্ষ্যে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব মাওলানা শাহসূফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারির নির্দেশিত মানব কল্যাণে গৃহিত কর্মসূচীর আওতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শাহ এমদাদিয়া হালদারকূল কাজীপাড়া খেদমত কমিটির উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। নায়েবে সাজ্জাদানশীনে সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারির সার্বিক তত্বাবধানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজি নিজামুল হক, নাতে রাসুল পরিবেশন করেন আইনুল হাসান এবং শানে মাইজভান্ডারি পাঠ করেন শাখার সভাপতি মুহম্মদ হাবিবুর রহমান। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দরবারের পক্ষ থেকে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক আমিন উল্লাহ, ইউপি সদস্যা সুলতানা রিজিয়া ও সাবেক ইউপি সদস্য আনোয়ার।

আল–আরাফাহ ইসলামী ব্যাংক বান্দরবান : শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আল–আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, বান্দরবান শাখার উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর (সোমবার) বিকেল ৪টায় বান্দরবান শাখা কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে তিন শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল–আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, বান্দরবান শাখার ব্যবস্থাপক মোঃ মইনুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার ম্যানেজার (অপারেশন) সৈয়দ মিয়া হাসান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইসলাম কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাবুদ, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সেক্রেটারি মোঃ আবু সালেহ চৌধুরী, বান্দরবান ইম্যানুয়েল হাসপাতালের চেয়ারম্যান মোঃ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব চৌধুরী, আব্দুর রহিম, বান্দরবান ট্রাক ও মিনি ট্রাক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শফিকুল আলম বাবুল, কামাল পাশা, বিরু লাল তনচঙ্গা, মোঃ মহিবুল্লাহ, আব্দুল আজিজ, ইয়াসিন আরাফাত, মোঃ সোহাগ উদ্দিন, রিদওয়ানুল হক, মোঃ রাহাত রাব্বিসহ আরও অনেকে।












