বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:০১ পূর্বাহ্ণ

পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী, আকবরশাহ ও হিলভিউ আবাসিকের বিভিন্ন বস্তি এলাকায় কয়েক’শ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করেছে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস (পিআইএইচআর)। বুধবার দুপুরে নগরীতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরী বলেন, দেশের ভবিষ্যৎ হলো এই ছোট ছোট শিশুরা। তারা যদি শিক্ষা ও প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হয়, তাহলে একসময় সমাজ ও দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি আমাদের সবাইকে মানবিক হতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হেলাল সিকদার, সংগঠক মো. তুহিন, মো. তানবির, মো. ইমরান, শাহীন মাহমুদ, মামুনুর রশিদ মামুন, মো. শিফাত, মো. রাশেদুল, পূর্ণিমা, তানহা, জুলি আক্তার, জেমি, লায়ন হালিমা চৌধুরী, রুম্পি আক্তার, রাসেল, মুসা, আসাদ, সুরাইয়া, আরজু, রাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটিবাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলসমবেত প্রার্থনা, আলোচনা সভা, শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ ও মরমী সঙ্গীতানুষ্ঠান। সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য্যের সভাপতিত্বে ও টিটু চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি ড. আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা পণ্ডিত লায়ন ড. তরুণ কুমার আচার্য্য, আশেকানে হক ভাণ্ডারী শোকরমওলা মঞ্জিলের সভাপতি মোহাম্মদ আজম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রম শাখার উপদেষ্টা নারায়ণ আচার্য্য, সভাপতি ধীমান দাশ, আশেকানে হক ভাণ্ডারী শোকরমওলা মঞ্জিলের সদস্য মোহাম্মদ নেজাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী হলেন একজন বিশ্ব মানবতার সেবক। মানবতার মূর্ত প্রতীক। যার কাছে মহান সৃষ্টিকর্তার সকল সৃষ্টিই সমান। যার করুণাধারা এখনো সৃষ্টি জগতে প্রবাহমান। অনুষ্ঠানে দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাকলিয়া থানার কাউন্সিল
পরবর্তী নিবন্ধশহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা