বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় গুলশান বনানী পূজা ফাউন্ডেশন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন উদ্যোগে ৪ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার আনোয়ারা কচি কাঁচা গোষ্ঠী ক্লাব মাঠে মানবিক সংগঠন ফণীভূষণ ও আশালতা ফাউন্ডেশনের চেয়ারম্যান চন্দন বিশ্বাসের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক চন্দন বিশ্বাস জানান, গুলশান বনানী ফাউন্ডেশন শুধু পূজা বা ধর্মীয় উৎসব আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয় । এটি একটি মানবিক সংগঠন, সারাদেশের হতদরিদ্র মানুষের জন্য এ সংগঠন কাজ করে যাচ্ছে। এ সংগঠনের মাধ্যমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি, দুস্থদের স্বাস্থ্য সেবা, শীতবস্ত্র, হতদরিদ্র মানুষের জন্য মানবিক সাহায্য সহায়তা দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় তিন শতাধিক শীতার্তদের কম্বল ও সুয়েটার বিতরণ করা হয়। উপজেলার যে কোন দরিদ্র মেধাবী শিক্ষার্থী চাইলে এই ফাউন্ডেশনের সহায়তায় পড়ালেখা করতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন পরমেশ চৌধুরী, প্রদীপ ধর, সাংবাদিক নুরুল ইসলাম, রুপন দত্ত, মাস্টার রতন চৌধুরী, মিন্টু সিকদার প্রমুখ।

পেকুয়া : পেকুয়া প্রতিনিধি জানান, কঙবাজারের পেকুয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক এম আজম উদ্দিন। গত শুক্রবার বাদে জুমা উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঘোষাল পাড়া এলাকায় মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, গরীব অসহায় মানুষের কল্যাণে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মাসব্যাপী শীতবস্ত্র ও অর্থ সহায়তা প্রদান কর্মসূচি হাতে নিয়েছি। আগামীতে গরীব অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কর্মসূচি ব্যাহত থাকবে। বিশিষ্ট সমাজ সেবক এম আজম উদ্দিন উজানটিয়া কৃতী সন্তান। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে সেবা মুলুক কাজ করে যাচ্ছেন।

দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি বোয়ালখালী উপজেলার ছনদন্ডী রক্ষাকালী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝুন্টু চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ মিত্র, বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীল, অনুপম চক্রবর্তী, বাবুল শীল, বিএনপি নেতা এসএম আলতাপ হোসেন চৌধুরী, দীপক দে, পলাশ দে, দিলীপ চক্রবর্তী, অমর দে, অমরনাথ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির পাহাড়ে ঝুলছে আমেরিকার তিশা ফল
পরবর্তী নিবন্ধমুফতি দলিলুর রহমান আল কাদেরী