নিউ সান পাবলিক স্কুল খালেদা বেগম ট্রাস্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, শীতজনিত কারণে ছড়িয়ে পড়ছে নানা অসুখবিসুখ। বৃদ্ধ ও শিশুদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, কোল্ড ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে। ফুটপাত এবং খোলা আকাশের নিচে বসবাসকারীদের কষ্টের সীমা নেই। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সমপ্রসারিত করা ও তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। নিউ সান পাবলিক স্কুল খালেদা বেগম ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি অধ্যক্ষ নুর নবী ও উদ্বোধক ছিলেন রসুলবাগ আবাসিক এলাকা সমাজকল্যাণ পরিষদের সভাপতি এ.এস. এম এয়াকুব।
নিউ সান পাবলিক স্কুলের সভাপতি অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোছাইন মানিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, রসুলবাগ আহাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নছরুল্লাহ করিম চৌধুরী, নিউ যান পাবলিক স্কুলের প্রধান শিক্ষক প্রভাষক ডা. মো. এফতেখার উদ্দিন চৌধুরী, ১৭ নম্বর ওয়ার্ড আমীর মোহাম্মদ কামাল হোসেন, বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ি ও সামাজ সেবক মোহাম্মদ আলি হোছাইন, পটিয়া জঙ্গল বাইন ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল প্রমুখ।
জামাল খান ওয়ার্ড বিএনপি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য। বিএনপি গণমানুষের দল। গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি অনেক আগে থেকেই কাজ করছে। গত বৃহস্পতিবার নগরীর ২১ নং জামাল খান ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। জামাল খান ওয়ার্ড বিএনপির আয়োজনে কাজির দেউড়ি কাজি পাড়ায় অনুষ্ঠিত উক্ত মহতী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক কাজী শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান, জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদ, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সহ–সভাপতি আব্দুল আহাদ স্বপন, জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সহ–সভাপতি কাজী শাহজাহান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনসুর, ওয়ার্ড বিএনপি নেতা আবু নাছের পেয়ারু, হারুনুর রশিদ হারুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা শাহাদাত হোসেন চৌধুরী দৌলত, আকতার খান, মোহাম্মদ আবদুল্লাহ, আবু বক্কর চৌধুরী, ফারুক হোসেন স্বপন, সুলতান শাহ, এস এম শামীম, দোলন দাশ, মোস্তাক সালাম তালুকদার, আজমল হক টিপু, নূরুল আজিম, মোহাম্মদ হানিফ, ছালেহ আহমেদ, আব্দুল মান্নান, নুরুল ইসলাম, বাকলিয়া থানা বিএনপি নেতা নুর উদ্দিন, পাথরঘাটা ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সালাউদ্দিন, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি নেতা দিল মোহাম্মদ রিপন, জামাল খান ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন, কোতোয়ালী থানা মহিলা দল নেত্রী খালেদা বেগম, জামাল খান ওয়ার্ড মহিলা দলের সভাপতি মর্জিনা বেগম, সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাফর, নুরুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ রাসেল, ফারুক ইসলাম প্রমুখ।
রামপুর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ সংস্থা : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ও অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন রামপুর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ গতকাল শুক্রবার সকাল ১১টায় নগরীর ২৫নং রামপুর ওয়ার্ডস্থ আলহাজ্ব এয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত কম্বল নির্বাচিত শীতার্ত প্রতিবন্ধী ব্যক্তি, হতদরিদ্র, অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ সময় রামপুর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ সংস্থার সভাপতি মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) জব প্লেসমেন্ট অফিসার আবদুল জব্বার মজুমদার, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
নিষ্ঠা ফাউন্ডেশন : নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের চৌধুরী টাওয়ারস্থ কার্যালয়ে ৩য় দফায় কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ছিন্নমূল, গৃহকর্মী, সেবক–সেবিকাসহ দরিদ্র নারী–পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় নিষ্ঠার আজীবন সদস্য লতিফা মোহাম্মদ, ইসি সদস্য মাওলানা সৈয়দ বদরুল হক চিশতী, এডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ ইকবাল, আফাজ উদ্দিন চৌধুরী, এপিআরও আসিফ মাহমুদ, স্বেচ্ছাসেবক প্রধান ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক আবির, হাফেজ নুর করিম, রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ নুর হোসাইন সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি দরিদ্র পরিবার, এতিমখানা ও অনাথাশ্রমের জন্য শীতবস্ত্র ও কম্বল বরাদ্দে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। যারা কম্বল বিতরণ প্রকল্পে সহযোগিতা করেছেন তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শীতার্তদের পাশে দাঁড়াবার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান।
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং : সুবিধাবঞ্চিত পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং। প্রায় ১০০জন শীতার্ত সুবিধাবঞ্চিতদের কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী এই সংগঠন। শনিবার বিকেলে নগরীর জিন্নুরাইন কনভেনশন সেন্টারে সুবিধাবঞ্চিতদের হাতে কম্বল তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিন। উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সেক্রেটারি প্রফেসর ড. আয়েশা আফরিন, কোষাধ্যক্ষ ইকরাম পাশা, সার্জেন্ট এট আর্মস এস এম সাজ্জাদ, আহমেদ ইসমাইল ও আব্দুল্লাহ আল মামুন। এসময় ক্লাব সভাপতি এস এম জমির উদ্দিন বলেন, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং শীতের শুরু থেকে বিভিন্ন সময় ও বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে যা অন্যদের জন্য অনুস্মরণীয়। সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়ে হাসি ফোঁটানোই জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা। আগামীতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণাও বক্তরা।
কাট্টলী টেক্সটাইল : চট্টগ্রামের কাট্টলী টেক্সটাইল লিমিটেডে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার কাট্টলী টেক্সটাইলের এমডি শিল্পপতি এমদাদুল হক চৌধুরী (এমদাদ) এসব কম্বল বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন লাকি গ্রুপের ডিএমডি মোহাম্মদ আনোয়ারুল হক চৌধুরী (ইশাদ) সহ টেক্সটাইলের কর্মকর্তাবৃন্দ। এ সময় লাকি গ্রুপের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী বলেন, দরিদ্রদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তাই সকলের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ : গত ২২ জানুয়ারি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্ এর দিক নির্দেশনায় ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম হালিশহর কার্যালয়ে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রাসুল সব মানুষকে নিজের জীবনের উপর নিজের যে মালিকানা–সব মানুষকে বাঁচার যে অধিকার–জীবনের যে স্বাধীনতা–নিজ নিজ বিশ্বাস ও মত পথ আদর্শ নিয়ে আতঙ্কমুক্ত ভাবে চলার যে অধিকার–রুটি রুজি সম্পদ জীবিকার উপর যে অধিকার দান করেছেন তার সবকিছু উৎখাত ও হরণ হয়ে যায় একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈরাজনীতির মাধ্যমে।
শুলকবহর ওয়ার্ডে মুরাদপুর ইউনিট বিএনপি : বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র সার্বিক সহযোগিতায় ৮নং শুলকবহর ওয়ার্ডের মুরাদপুর ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপি নেতা শাহজাহান, সালামত আলী, এইচ এম আজাদ, মোহাম্মদ রাজন খান, চানমিয়া, এমদাদুল আজিজ চৌধুরী, আবদুল মালেক, মোহাম্মদ সরোয়ার। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ হাসান নাসির, অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা জর্জ।
কেপিএম স্কুল অ্যান্ড কলেজের ৮২ ব্যাচ : কাপ্তাই প্রতিনিধি জানান, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কেপিএম স্কুল অ্যান্ড কলেজের ৮২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্ত জেলেদের মাঝে শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার কয়লারডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে মাছ ধরা অবস্থায় জেলেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন জেলেদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কাপ্তাই উপজেলা বিএনপির সহ–সভাপতি মো. আইয়ুব খান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, কেপিএম স্কুলের ৮২ ব্যাচের ছাত্র আনিছুর রহমান, আব্দুল্লাহ মামুন স্বপন প্রমুখ।
সীতাকুণ্ড যুবদল : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বিকাল ৫টায় কুমিরায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেছেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা। মোহাম্মদ আসলাম চৌধুরী পক্ষে এ কম্বল বিতরণ করা হয়। সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণত শাহাবুদ্দিন রাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন,বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল হকসহ যুবদলের নেতৃবৃন্দ। কম্বল বিতরণ শেষে বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের নেতা আবদুল আলীমের নিজ অর্থায়নে একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয় ।
আল আমিন হাশেমী দরবার : চট্টগ্রাম বায়েজীদ থানাস্থ কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ্ব শাহ সূফী আল্লামা কাযী মোহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মাঃজিঃআঃ)’র অনুমতিক্রমে আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ এর উদ্যোগে মাসব্যাপী গত ১৬ এ জানুয়ারি ২০২৫ ইংরেজি শীতবস্ত্র বিতরণ কর্মসূচির যাত্রারম্ভ হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, চুনারুঘাট, ঢাকা, গাজীপুরে হাজারো শীতার্ত বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। ধারাবাহিকভাবে দেশের প্রতিটি অঞ্চলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হবে।
শীতবস্ত্র বিতরণের প্রথম কর্মসূচির সময় পীরে ত্বরিকত আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মাঃজিঃআঃ) বলেন, দেশে শীতাপ্ত অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা ও মানবিক সাহায্য দিয়ে অবদান রাখা আমাদের তথা দেশবাসীর নৈতিক দায়িত্ব। এলক্ষ্যেই আমাদের আল আমিন হাশেমী দরবার শরীফ তথা শাহ আমিনীয়া ফাউন্ডেশন মানবতার কল্যাণে এই কর্মসূচি দিয়ে শীতাপ্ত অসহায় মানুষের পাশেই আছেন। এই মুহুর্তে আরো দ্বিগুণ উৎসাহে শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, শাহজাদা হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিউর রহমান হাশেমী সাকিব,আঞ্জুমানের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এবং উপরোক্ত ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও সদস্যগণ। পরিশেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের প্রথম কর্মসূচী শেষ করা হয়।