বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

আজাদী ডেস্ক | রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা : কর্ণফুলী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা প্রতি বছরের মতো এবারো শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ডাঙ্গারচর সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা মাঠে ধর্মবর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষকে শীতের কম্বল উপহার দেওয়া হয়। মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি মো: আবুল কাশেমের সভাপতিত্বে শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক রশিদুল হাসান শাহেদ। মাদ্রাসার ভাইসপ্রিন্সিপাল আল্লামা মো: তানভীর ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মো: ইব্রাহিম বিপু, শিক্ষানুরাগী আমিনুল ইসলাম টিপু,সাংবাদিক মহিউদ্দিন। এতে বক্তারা বলেন, এবার শীতে মানুষের মাঝে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। অনেক নিম্নআয়ের অসহায় দুস্থ লোক শীতের কাপড় কিনতে পারছেন না। এ অবস্থায় অত্র প্রতিষ্ঠান প্রতি বছরের মতো নিজ এলাকায় এ বছরও সাধারণ মানুষের মধ্যে শীতের কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।

সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা কতৃপক্ষ শীতবস্ত্র উপহারের পাশাপাশি শিক্ষা উপবৃত্তি, চিকিৎসা সেবাসহ সব সামাজিক উৎসবে সহযোগিতা করে যাচ্ছেন। অনুষ্ঠানে একই প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীঅভিবাবকরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি সমাপ্তি হয়।

পেকুয়া শিলখালী ইউনিয়ন : পেকুয়ার শিলখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) এসব কম্বল বিতরণ করেন নাহার এগ্রো গ্রুপের ডিজিএম আলা উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শিলখালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ বিএ, নাহার এগ্রো গ্রুপের মার্কেটিং অফিসার কামরুল ফরহাদ রিয়াদ, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সদস্য রেজাউল করিম, মহেশখালী সদর হাসপাতালের চিকিৎসক ডা. শিমুল, ব্যবসায়ী মো. কায়সার, মো. রিদুয়ান, আহমেদ হোসেন প্রমুখ।

ডলফিন ক্লাব : উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়াস্থ ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান ডলফিন ক্লাবের উদ্যোগে এলাকায় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। ক্লাব কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোদন প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা চেয়ারম্যান এডভোকেট মোঃ আলম শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে ডলফিনের সময়োপযোগী আয়োজনের প্রশংসা করে বলেনআমরা নিজ নিজ অবস্থান থেকে মানব সেবায় নিজেদের নিয়োজিত করে অসহায় গরিব দুস্থদের পাশে দাঁড়িয়ে সমাজের কল্যানে ভূমিকা রাখতে হবে এবং ডলফিনের এই আয়োজন সবাইকে এগিয়ে আসতে উৎসাহ যোগাবে বলে আমার বিশ্বাস। এতে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ জহুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন, সহসভাপতিদ্বয় মোঃ ইউসুফ চৌধুরী বাবু, এম. পারভেজ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোঃ ওয়াহিদ হালিম ইমন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ওসমান গনি সাগর, সমাজকল্যাণ সম্পাদক ইসফাক হোসেন সাদ্দাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুল ইসলাম জুয়েল, পরিবেশ বিষয়ক সম্পাদক আবু জাহেদ বাদশা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, কার্যালয় সম্পাদক আকবর আলী, প্রচার সম্পাদক দিদারুল আলম, কার্যকরী সদস্য হামীম ও শাহেদ।

লোহাগাড়ায় ভিশন চুনতি : লোহাগাড়ায় ভিশন চুনতির উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে চুনতি সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে পরিষদের সভাপতি হাফিজুল হক নিজামী এই কার্যক্রম উদ্বোধন করেন। কে.ইউ.এম বাবর হোসাইন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট ফরিদ উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অধ্যাপক ড. ... শাহেদ, চিকিৎসক অধ্যাপক ডা. ..ম সাদেক ও চুনতি সমাজ কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ সৈয়দ উদ্দীন সিদ্দিকী। সংগঠনের সদস্য সাইফ মুহাম্মদ মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইনজীবী কুতুব উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে মধ্যে ভিশন চুনতির সদস্য ও চুনতির বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশন : মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার বাঁশখালী কালিপুরস্থ হজরত বাহাদুর শাহ মাজার সংলগ্ন চত্বরে বিকাল ৩ টায় ৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পিপি ও চট্টগ্রাম বার এসোসিয়েশন সেক্রেটারি এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। শীতবস্ত্র বিতরণের সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশব্যাপী সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশন তা সত্যি প্রশংসার দাবিদার। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আব্দুন্নবী হক্কানি। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিপুর নিবাসী আব্দুল করিম চৌধুরী, মুরাদ, হাফেজ রিমন, নুরুল হুদা, আব্দুল খালেক, মাও: হেলাল চিশতি প্রমুখ।

পাঁচলাইশ থানা বিএনপি : এশিয়ান হাউজিং সোসাইটি পিএইচপি মাঠে শীতার্তদের মাঝে পাঁচলাইশ থানা বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গত ১০ জানুয়ারি (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কাজী বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, শহীদুল আলম খসরু, অ্যাডিশানাল পিপি অ্যাডভোকেট এস এম ইকবাল চৌধুরী, পাচঁলাইশ থানা বিএনপি নেতা তারেক রশিদ, মোহাম্মদ ইসমাইল, সালামত আলী। উপস্থিত ছিলেন মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সাইফুদ্দিন, আমীরুল ইসলাম বাবু, মোহাম্মদ ফিরুজ, মোহাম্মদ সফিকুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ তোফা, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ জসীম প্রমুখ। পাচঁলাইশ থানা বিএনপি নেতা এইচ এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুবদল নেতা হামিদুল হক চৌধুরী।

কর্ণফুলী উপজেলা প্রশাসন : পটিয়া প্রতিনিধি জানান, কর্ণফুলীতে মাদ্রাসামন্দিরসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শীতের তীব্রতায় কাবু নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষদের, বিশেষ করে যারা রাস্তা ঘাটে কোমলমতি শিশুদেও মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বুধবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকার উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৫টি মাদ্রাসা, ১৪টি মন্দির, ২টি প্যাগোডা ও ১টি গির্জাসহ মোট ১১০০পিস কম্বল বিতরণ করেছে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত। নির্বাহী অফিসারের হাতে নতুন কম্বল পেয়ে খুশিতে আত্মহারা মাদ্রাসা পডুয়া কোমলমতি শিক্ষার্থীরা মাদ্র্রাসার এক দায়িত্বশীল জানান, আমাদের মাদ্রাসায় প্রতি বছর কমবেশী সরকারীভাবে শীত বস্ত্র (কম্বল) পেয়ে থাকি। তবে এ বছর খোদ উপজেলা নির্বাহী অফিসার আমাদের এখানে উপস্থিত হওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত বলেন, প্রচন্ড শীতে নিন্ম আয়ের মানুষ যেন শীত নিবারণ করে কিছুটা উষ্ণতা পায়। এ জন্য জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমরা উপজেলার প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের অফিসারগনকে সাথে নিয়ে উপজেলার ৩৫টি মাদ্রাসা, ১৪টি মন্দির, ২টি প্যাগোডা ও ১গির্জায় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ১১০০টি কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এধরণের কর্মসূচি আমাদের চলমান থাকবে।

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ : শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ ৩য় ধাপে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের রাউজানে অগ্রসার বৌদ্ধ অনাথালয়ে সুবিধাবঞ্চিত একশত অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে। শীতবস্ত্র বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিপার্স কাউন্সিলের পরিচালক লায়ন লোকপ্রিয় বড়ুয়া। তিনি বলেন, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ দেশের বিভিন্ন জেলায় এযাবৎ হাজার হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক করে মানবতার সেবায় এগিয়ে এসেছে। অনুষ্টানে উপস্থিত ছিলেন অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের মহাপরিচালক শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথের, সুদর্শন মহাবিহারের অধ্যক্ষ জ্ঞানবিরিয় মহাথের, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, সুভাষ চন্দ্র বড়ুয়া প্রমুখ।

বরমায় চন্দনাইশ সমিতিঢাকা : চন্দনাইশের বরমা ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডভুক্ত বরমা, বাতাজুরী, সেবন্দী, মাইগাতা ইত্যাদি গ্রামে চন্দনাইশ সমিতিঢাকার ব্যবস্থাপনায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সাঙ্গু গ্রুপ ও সাজেদা খায়ের ফাউন্ডেনের চেয়ারম্যান এম এ তাহেরের সৌজন্যে এ কম্বল বিতরণ কর্মসূচি মনিটরিং করেন চন্দনাইশ সমিতিঢাকার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল জব্বার ও যুগ্ম সম্পাদক সম্পাদক সেকান্দার হায়াত বাহাদুর।

বিতরণ কার্যক্রম পরিচালনা সমিতির আজীবন সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সন্তোষ কুমার দেব, মো. আরশাদ, রাজীব আচার্য্য, শিক্ষানবীশ আইনজীবী ইমদাদুল হাসান সুজন প্রমুখ। এ সময় উক্ত এলাকাসহ বরমা ইউনিয়নে আড়াই শতাধিক কম্বল বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার অন্য ৭ ইউনিয়ন ও ২ পৌরসভায় ও কম্বল বিতরণ করে চন্দনাইশ সমিতিঢাকা।

পূর্ববর্তী নিবন্ধকমরেড অমর সেন স্মরণে সিপিবির সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গীতা যজ্ঞ ও ধর্মসভা