বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশন : নিষ্ঠা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ গতকাল সোমবার কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মাওলানা মুহাম্মদ আলী শাহ রহ. বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে দেয়াং পাহাড় সংলগ্ন খিলপাড়ার দরিদ্র পরিবারগুলোকে কম্বল প্রদান করা হয়।

নিষ্ঠার জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. নুর হোসাইনের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা তাহের আহমদ, আহমদ হোসেন, কাজী আলমগীর আনসারী, মুহাদ্দিস ইকরামুল হক, ইউপি সদস্য সাইফুদ্দিন, সৈয়দ হোসেন, আসিফ মাহমুদ প্রমুখ। শেষে উপজেলার ফয়জুলবারী ফাযিল ডিগ্রি মাদ্রাসার হিফজ ও এতিমখানার শিক্ষার্থীদেরকে কম্বল প্রদান করা হয়। এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান, জিবি সদস্য আলমগীর আনসারী, অধ্যাপক আলমগীর, আব্বাস আনোয়ারী, হাফেজ ওসমান, হাফেজ জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

চন্দনাইশ: দক্ষিণ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য রাজিব জাফর চৌধুরীর পক্ষে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে চন্দনাইশ দোহাজারী পৌরসভা চাগাচর ১নং ওয়ার্ড দক্ষিণ কুলে ২০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সাইদুল আলম চৌধুরী, বিবি আমেনা নিপা, আজম আলমগীর, মোহাম্মদ জাহিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কম্বল বিতরণকালে রাজিব জাফর চৌধুরী বলেন, মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের ভিত্তিতেই একটি সত্যিকারের মানবিক সমাজ গড়ে ওঠে।

সমাজের বিত্তবানদের শীতার্ত, দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে শুধু শীতার্তদের কষ্ট লাঘব হবে না, বরং সমাজে সমতার ভিত্তি শক্তিশালী হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্ণিল আয়োজনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে নববর্ষ বরণ
পরবর্তী নিবন্ধবাকলিয়া কলেজে অধ্যক্ষের বিদায় সংবর্ধনা