বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন : শহরের অসচ্ছল ও অবহেলিত জনগোষ্ঠীর সন্তানদের স্কুল স্বপ্নচাষীর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন। উল্লেখ্য শহরের প্রান্তিক অবহেলিত জনগোষ্ঠীর কাছে শীতবস্ত্র বিতরণের জন্য শহীদ রুমী স্কোয়াড, স্পৃহা স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রদান করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, স্বপ্নচাষী স্কুলের প্রধান সমন্বয়ক ও এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সহ-সভাপতি ফরিদ আলম, বন্ধন ক্লাবের উপদেষ্টা মাহমুদুর রেজা সুজন, রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলের চেয়ারম্যান ড. কামাল উদ্দীন, কমিউনিটি লিডার মনিকা ধর, শিক্ষক তৃষ্ণা পাল মজুমদার, কার্তিক দে প্রমুখ।
অগ্রগামী রক্ত কণিকা চট্টগ্রাম টিম : ‘শীতার্তদের পাশে দাঁড়ায়, উষ্ণতা ছড়ায়’ এ প্রতিপাদ্যে অগ্রগামী রক্ত কণিকা চট্টগ্রাম টিমের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে গত ১১ জানুয়ারি রাউজানের উত্তর হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্বল বিতরণ করা হয়। খন্দকার মোহাম্মদ সুমনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম শরীফ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি দিদারুল আলম, সবুজ বড়ুয়া মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, মো. মমতাজ উদ্দিন।
ফজলে করিম ফাউন্ডেশন : রাউজান প্রতিনিধি জানান, উপজেলার বিভিন্নস্থানে ফজলে করিম ফাউণ্ডেশনের পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। তারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের কম্বলের পাশাপাশি বিভিন্ন ধরনের ফল বিতরণ করেন। গত বুধবার এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব। উপস্থিত ছিলেন চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, মো. সাইদুল ইসলাম, মইনুদ্দিন জামাল চিশতী, ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার হাসান সাকিব, তারেক হাসান, মো. রিফাদুল ইসলাম, মো. মিজানুর রহমান, আবদুল্লাহ আল রোমান, শরীফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, অমিত দাশগুপ্ত, মোহাম্মদ নাহিদ, মিজানুর রহমান মুবিন, তামিম সিকদার সাইফ, তৌসিফ আহমেদ রাহাত, আলভীন আলভী, মইন উদ্দিন প্রমুখ।
ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রম : স্বামী বিবেকানন্দ মহারাজের জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ফতেয়াবাদে শতাধিক অসহায় গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সেবাশ্রমের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজের তত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক বিবেকানন্দ স্ট্যাডি এন্ড ফিল্যানর্থোপিক সেন্টারের সহযোগিতায় এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ণব্রতানন্দ মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ সকলে মেনে চললে সমাজের সকল গ্লানি মোচন হবে। বর্তমান সময়ে মানব সেবা পরম ধর্ম। বক্তব্য রাখেন স্বামী হরিগুণানন্দ মহারাজ, অনাথ বন্ধুধর বিবেকানন্দ রায়, রনধীর সরকার, কৃষ্ণ বণিক, লায়ন রিমন মুহুরী, হারাধন দে, বাবলু ধর প্রমুখ। আলোচনা সভা শেষে শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সীতাকুণ্ড প্রেস ক্লাব : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে সংবাদপত্র হকারদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম। উপজেলা প্রশাসন ও ইপসার সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী। সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, এম. হেদায়েত, জহিরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহর অলিদের কোনো ভয় নেই
পরবর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া শাখার কর্র্মী সমাবেশ