চন্দনাইশের বরমা প্রেসক্লাবের উদ্যোগে এবং জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর সৌজন্যে শীতবস্ত্র, কম্বল, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়। গত ১২ ফেব্রুয়ারি বরমা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিলের সভাপতিত্বে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক এম এ হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিমল তালুকদার, ডা. আবু তাহের, সাজ্জাদ বিন ইসলাম জিকু, জুয়েল দাশ, মাস্টার সুজন সেন, নুরুল আলম, আজিজুল ইসলাম রোকন প্রমুখ।
উত্তর পতেঙ্গা
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠান গত সোমবার উত্তর পতেঙ্গার কাটগড় মোড়ের নুর শপিং সেন্টারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর শাহানুর বেগম। সাবেক চেয়ারম্যান জাগির আহমদের সভাপতিত্বে ও তৌহিদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ৪০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, হোসেন সুমন, জাহাঙ্গীর আলম, মো. আইয়ুব, উতপল নন্দী, মো. রায়হান, প্রণব মজুমদার, রাজু, জাগির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মানুষকে সুখী করতে দিনরাত কাজ করছেন। অনুষ্ঠানে নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।