সাদার্ন ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশন : ‘সহানুভূতির উষ্ণতায় জেগে উঠুক মানবতা’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছে সার্দান ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগ এলামনাই এসোসিয়েশন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে আলামিন ফাউন্ডেশনের সহযোগিতায় শীতার্তদের হাতে এ সব বস্ত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ।
রেড ক্রিসেন্ট : শীতার্ত হতদরিদ্র মানুষকে সাহায্য করে যাচ্ছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা রাতে রাস্তার ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। নগরীর আন্দরকিল্লা, নন্দনকানন, আমতল, স্টেশন রোড, সিআরবি, লালখান বাজার, জিইসি, চকবাজার এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজমের সাথে এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু, উপ-যুব প্রধান-১ জনি চৌধুরী সহ যুব রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ, জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা।
হাটহাজারীর শিকারপুর : হাটহাজারীর ১৪নং শিকারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অসহায় ও দুস্থদের মধ্যে গতকাল সোমবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এলাকাবাসীর মধ্যে এ সব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান লোকমান হাকিম, সংরক্ষিত আসনের মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।