বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

চিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাব : নগরীর মতিঝর্ণা এলাকায় গত ৩ ফেব্রুয়ারি রোটারি বর্ণছরা স্কুলে, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে ছাত্র ছাত্রীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটা মো. ইসরাফিল, অনুষ্ঠান বক্তব্য রাখেন ইম্পেরিয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. মো. নজরুল ইসলাম নান্টু, রোটারি ক্লাব অব চিটাগাং রিভার শাইনের আইপিপি রোটা. মর্তুজা বেগম, এস জিএস বাংলাদেশ চট্টগ্রামের ম্যানেজার আব্দুল হালিম। উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. মো. আব্দুল হাকিম, রোটা. কাজী কামরুল ইসলাম চুন্নু, রোটা সোহেল রানা, রোটারি ক্লাব অব চিটাগাং রিভার শাইনের রোটা. কাজী আশিক ই এলাহী, এস জিএস চট্টগ্রামের মো. নুরুল আলম মল্লিক, জীবন দেবনাথ ও স্কুলের শিক্ষক মন্ডলী। এতে বক্তারা আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অক্ষর গাড়ি : চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায়, সুবিধাবঞ্চিত শিশুদের মজার পাঠশালা অক্ষর গাড়ির উদ্যোগে ও জেএসইউএস’র বাস্তবায়নে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত বুধবার নগরীর কোরবাণীগঞ্জস্থ বলুয়ারদিঘী পূর্বপাড় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে এ কম্বল তুলে দেয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরবানীগঞ্জ মহল্লা কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আবু নঈম সিদ্দিকী। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অক্ষর গাড়ির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ, সিনিয়র সদস্য নুরুল কাদের, জেএসইউএস-এসসিই প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মুনজিলুর রহমান, প্রশিক্ষক রোকসানা পারভিন, প্রোগ্রাম অফিসার মো. মঈনুল আরেফীন, সালাউদ্দিন মামুন, ইসমাত জাহান, মো. রবিউল হোসেন, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরের উদ্যোগে ১ হাজার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যান দরিদ্রদের মাঝে এসব কম্বল তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা আবদুল বারেক সওদাগর, আরশেদ মাহমুদ সোহাগ, আবু তাহের সওদাগর, ফখরুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান, মুন্সি কোম্পানি, তৌহিদ চৌধুরী, সেতাফ উদ্দিন জিকু, আব্দুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার নজরুল, পেয়ার আহম্মদ, মো. নবী, ইউপি সদস্য মো. রাশেদ, মো. সেলিম উদ্দীন, সফিউল আলম, আওরঙ্গজেব আলম, মহিবুল হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাটিরহাটে শাহ মনোহর’র (রা.) ওরশ আজ
পরবর্তী নিবন্ধউত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সভা