বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ১০:০৭ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় গরীব ও দুঃস্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ১৬০জন গরীব নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কাপ্তাই জোন কমান্ডার লে. কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর ইয়াসির আদনান। কাপ্তাই প্রজেক্ট এলাকা ছাড়াও কাপ্তাই নতুন বাজার, শিল্প এলাকা, ফরেষ্ট কলোনী, জেলে পাড়াসহ বিভিন্ন প্রান্ত থেকে শীতার্তরা কাপ্তাই জোনে সমবেত হন। উপস্থিত সবাইকে শীতবস্ত্র প্রদান করা হয়।
সীতাকুণ্ড প্রেস ক্লাব

সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক, সংবাদপত্র হকার ও দুস্থদের মাঝে অর্ধশত কম্বল বিতরণ করা হয়েছে।
গত রবিবার প্রেসক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম. হেদায়েত, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য এম. সেকান্দার হোসাইন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিএসসি প্রমুখ।
পটিয়া
পটিয়ার হুলাইনস্থ ইয়াকুব ভাণ্ডার দরবার শরীফের সংগঠন গাউছিয়া ইয়াকুবিয়া ফরিদিয়া খেদমত কমিটির উদ্যোগে গতকাল দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহাসচিব চৌধুরী আবু তৈয়ব মুহাম্মদ শিবলু। সংগঠনের সদস্য মুহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার প্যানেল চেয়ারম্যান বানেজা বেগম নিশি, উদ্বোধক ছিলেন পটিয়া ৫নং হাবিলাসদ্বিপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহমদ নবী, প্রধান বক্তা ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিএমডি মুহাম্মদ আব্দুর রহিম।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রফিকুল আলম, মুহাম্মদ কামরুদ্দিন, আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ বেলায়েত হোসেন, পলাশ কান্তি দে, নুরুল আনোয়ার, নুর সোবহান, নুরুল ইসলাম হিরু, শাহজাদা মোজাহের, এইচ এম এনামুল হক প্রমুখ।
উইশ ফাউন্ডেশন
বোয়ালখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উইশ ফাউন্ডেশন। গত মঙ্গলবার বোয়ালখালী প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উইশ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মনজুর মোরশেদ, অধীর বড়ুয়া, ডা. প্রভাষ চক্রবর্তী, ইয়াছিন চৌধুরী, এস.এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান আবদুস ছাত্তার, সোহেল রানা, নুরুজ্জামান কুয়াশা, জাহেদুল ইসলাম, মোক্তার আহমদ মিন্টু, শাহ আলম বাবলু, খোরশেদ আলম, সৈয়দ আরমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসংঘর্ষে আহত ব্যক্তিদের পাশে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা
পরবর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় ওরশ সম্পন্ন