নিস্তব্ধ পথশিশু : নিস্তব্ধ পথশিশুর ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ৫০০ জন সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সংগঠনের সদস্য লিংকন তালুকদারের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২১নং জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন। সুদীপ্ত আকাশ রাজন ও চৈতী সেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. কথক দাশ। বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদুল আলম শিমুল, পলাশ কান্তি নাথ রণি, আবু তাহের, বিধান কৃষ্ণ চক্রবর্তী, রুমকি সেনগুপ্ত ও আঞ্জুমান আরা আঞ্জু, শিমুল দাশ, মিশু পাল, প্রকৌশলী রূপন নাগ, জুয়েল আইচ, শাহাদাত হোসেন মানিক, সংগঠনের কর্মকর্তা ইমন চৌধুরী, মিশু শীল, রনি দাশ, সৌরভ দাশ। বক্তব্য রাখেন নিস্তব্ধ পথশিশু পরিবারের সদস্য দীপ্ত দে, প্রতীক ঘোষ, নয়ন শীল, পুনম চক্রবর্তী, মুক্তা পাল, শ্রুতি দে, রকি মুহুরী, জয় চক্রবর্ত্তী, সচিন রুদ্র, প্রিয়া ধর, মিথিলা দেবী, ইমন চৌধুরী, শ্রাবণ পাল প্রমুখ।
চাঁদেরহাট : জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ চাঁদেরহাট চট্টগ্রাম জেলা উদ্যোগে সাতকানিয়া পুরানগড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। গত শনিবার চাঁদেরহাট ফুটবল একাডেমীস্থ পুরানগড়ের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।
চাঁদেরহাট সাতকানিয়া পুরানগড় শাখার সভাপতি দুদুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে চাঁদেরহাট ফুটবল একাডেমীর ম্যানেজার ফরমান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মাহাবুবুল হক সিকদার। প্রধান বক্তা ছিলেন মো. নুরুল আমিন । বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ফজলে রব মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, প্রচার সম্পাদক এস এ সম্রাট ও জেলা সদস্য ইখতিয়ার উদ্দীন বাপ্পি। বক্তব্য রাখেন জাফর আহমদ, তৌহিদুল ইসলাম ফরহাদ, আবদুল আজিজ, মিজানুর রহমান খোকন, সাইদুল আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।