বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

লাল খান বাজার ওয়ার্ড : জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে ১৪নং লাল খান বাজার ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। স্থানীয় শহিদ নগর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিক আহম্মদ, আমজাদ হোসেন হাজারী, ওয়ার্ড কাউন্সিলার আবুল হাসনাত বেলাল, কাউন্সিলার আনজুমান আরা বেগম। দেলোয়ার হোসেন দেলুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন এইচ এম ইব্রাহিম, আসলাম হোসেন মাসুম, শওকত হোসেন, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, নাজমুল হাসান রুমি, মিজানুর রহমান, তপন সিংহ, বিশ্বজিৎ চৌধুরী বিষু, শহিদুল আলম, মো. নুরুজ্জামান, দেলোয়ার হোসেন সুমন, আলমগীর হোসেন, মাসুদ রানা ভুঁইয়া, রফিকুল ইসলাম রানা প্রমুখ।
ইউনেস্কো ক্লাব : ইউনেস্কো ক্লাব মহানগরের উদ্যোগে গত ৮ ফেব্রুয়ারি নগরীর জেল রোড়স্থ গাউসিয়া তৈয়্যবীয়া হেফজখানা ও হযরত শাহ আমানত (রহ.) এতিমখানার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম মাহমুদ, আনোয়ারুল ইসলাম বাপ্পি, আন্‌জুমান আরা বেগম, এস এস মুন্না শাহ্‌, এম এ নেওয়াজ, স ম জিয়াউর রহমান, মো বেলাল উদ্দিন, দুর্জয় দেবনাথ, জয়া চৌধুরী, ললিত চৌধুরী প্রমুখ। এতে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।
চন্দনাইশ বরমা : চন্দনাইশের বরমা ইউনিয়নের সম্প্রতি রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ি মাদরাসায় ঢাকাস্থ এসরোকেয়ারের সৌজন্যে কমল মিয়া চৌধুরী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী। মাদরাসা সুপার দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাস্টার জসীম উদ্দীন, মো. তাহের মিয়া, পলাশ পাল, সুবল দেব। তাছাড়া মাইগাতা শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
একেএমবি : আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একেএমবি) উদ্যোগে চলছে সারাদেশে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় ১ম পর্যায়ে ঢাকা ও উত্তরবঙ্গের চারটি শীতপ্রবণ জেলার সুবিধাঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ বছর করোনা মহামারীর কারনে শীত উৎসব নয় শীতে সুরক্ষার দিকটি বিবেচনায় রেখে সম্ভাব্য ঢাকা-চাঁদপুর ও উত্তর বঙ্গের সিরাজগঞ্জ জেলাসহ ৪টি জেলায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। ৫ ফেব্রুয়ারি সংস্থার দামপাড়া কার্যালয়ে চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সচিব (ভারপ্রাপ্ত) স মহামেদ হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন একেএমবি ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট এম আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর, এইচ এম মুজিবুল হক শাকুর, স ম শহীদুল হক ফারুকী, জর্জিয়া মুসলিম কমিউনিটির কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুবেল, লায়ন মুহাম্মদ এমরান, মুহাম্মদ দিদার প্রমুখ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী ওয়ার্ড : গাউসিয়া কমিটি বাংলাদেশ ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি গত শুক্রবার আবদুল আলী নগরস্থ মেঝো পুকুর পাড়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার সভাপতি ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদা। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দীন। এতে বক্তব্য রাখেন পাহাড়তলী থানার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আইয়ুব, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাইমুল হাসান তানভীর, আবদুল আলী নগর ইউনিট শাখার সাধারন সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন, নোয়াপাড়া ইউনিট শাখার সহ-সভাপতি মুহাম্মদ নুরুল ওসমান সওদাগর, দাওয়াতে খায়র সম্পাদক মুহাম্মদ রাকিবুল হাসান, কৈবল্যধাম ইউনিট শাখার সাধারণ সম্পাদক ডা. জসিম উদ্দীন, রিফাত, মহিউদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফরেস্ট মালী কফিল উদ্দীন ৩৯ বছর একই পদে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বায়তুশ শরফের ইছালে ছওয়াব মাহফিল