বিভিন্ন স্থানে মে দিবসের র‌্যালি ও সমাবেশ

আজাদী ডেস্ক | শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে নানা আয়োজনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে। আয়োজনে ছিল র‌্যালি, আলোচনা সভা।

নির্মাণ শ্রমিক ইউনিয়ন চান্দগাঁও থানা : মহান মে দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সমাবেশ ও র‌্যালি করেছে চট্টগ্রাম জেলা নির্মাণশ্রমিক ইউনিয়ন চান্দগাঁও থানা শাখা। চান্দগাঁও থানা শাখার সভাপতি মোহাম্মদ বখতিয়ারের নেতৃত্বে র‌্যালিটি মোহরার মৌলভীবাজার থেকে শুরু হয়ে কাপ্তাই রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। এর আগে মৌলবীবাজারে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ও চান্দগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি মো. আজম। উপস্থিত ছিলেন মোহরা বিএনপির সাবেক সভাপতি মো. জানে আলম জিকুসহ সংগঠনের সদস্যবৃন্দ।

চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন : চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশে শ্রমজীবী মানুষরা শান্তিতে নেই। আওয়ামী দুঃশাসনে শ্রমিক শ্রেণি ছিল সবচেয়ে নিপীড়িত। তিনি বৃহস্পতিবার (১ মে) সকালে নগরীর কাজীর দেউরী মোড়ে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের এক র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিউল্লাহ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কামাল হোসেন। বক্তব্য রাখেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা ফারুক হোসেন স্বপন, মো. জুয়েল, মো. মহিন, মো. মাসুদ, জাকির হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

ডাক দিয়ে যাই : মে দিবসে বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন ডাক দিয়ে যাই চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ খান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শাকিল। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মেহরাজ, রাসেল, ফয়সাল, খালেদ তানভীর, হানিফ, উজ্জ্বল, নয়ন, হান্নান, খলিল, দেলোয়ার, হাসান, আরমান, মোবারক, রিফাত, মাইনুদ্দিন, আমির, মামুন, নুরনবী, ইয়াছিন, ইতি, আরোহী, শবনম, খাদিজা, সুমি, তানিয়া, জবা, রাবেয়া, শাহনাজ, কনা, তামান্না প্রমুখ। বিভিন্ন স্টাডি সেন্টারের উপস্থিত প্রতিনিধি ও সংগঠনের সদস্যবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

চান্দগাঁও থানা শ্রমিকদল : ‘দুনিয়ার মজদুর, এক হও, লড়াই কর’স্লোগানে নগরীর চান্দগাঁও থানা শ্রমিকদলের উদ্যোগে র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। অতিথি হিসাবে অংশ নেন শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ১লা মে বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে চান্দগাঁও থানা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম বাবলুর সঞ্চালনায় এই র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সিএন্ডবি মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাাহির সিগনাল হয়ে রাস্তার মাথায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়রযুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম জহির। এতে আরো উপস্থিত ছিলেন চান্দগাঁও ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান, সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ সামিম, দোস্ত মোহাম্মদ, মোহাম্মদ আলী, রিয়াদ, কবির পাটোয়ারী, সিরাজুল ইসলাম মনছুর, মোঃ আল আমিন, সায়মন, সুমন, মেহরাজ, বিটু, সালাউদ্দিন, শাহজাহান, রহিম, মামুন, সাইফ উদ্দিন, রুবেল, কামরুল, মনির, রবিউল, রিপন, ইমরান ও সফিকসহ আরো অনেকে।

আনোয়ারা উপজেলা শ্রমিক দল : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিক মেহনতি মানুষেরা সবচেয়ে বেশি নির্যাতন, দমন নিপিড়নের শিকার হয়েছে। তিনি গতকাল শুক্রবার আনোয়ারস্থ চাতরী চৌমহনী এলাকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আনোয়ারা উপজেলা শ্রমিক দলের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা: মহসিন খান তরুন। এতে আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাস্টার রফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক আকরাম হোসেন দুলাল, উপজেলা বিএনপির সদস্য এস এম মোজাম্মেল হক, আবুল কাসেম, জসিম উদ্দিন, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, দিল মোহাম্মদ মনজু, মনছুর উদ্দিন, মো: লিয়াকত, মামুন খান, নুরুর ইসলাম, আবদুল হক মেম্বার, ইসমাইল তালুকদার, মোহররম আলী, ওসমান সিকদার, অ্যাডভোকেট নুরুল কবির রানা, শোয়াইবুল ইসলাম, আলফাজুর রহমান আরিফ, জেলা শ্রমিক দল নেতা মো: সেলিম, বাবলু হোসেন, মোস্তাক কোম্পানি, মো: শওকত, শহিদুর ইসলাম লিটন, রাশেদুল ইসলাম লিটন, সিউএফএল রবিউল ইসলাম, ড্যাব শ্রমিক দল নেতা রেজাউল করিম, মেহেদী হাসান জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির মোফাচ্ছল হোসেন জুয়েল প্রমুখ।

বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন : মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও মহানগর কমিটির উদ্যোগে বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ এবং নগর কমিটির সভাপতি সুমনের সঞ্চালনায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীর ২নং গেইট শেখ ফরিদ মার্কেটের সামনে থেকে শুরু করে জিসির মোড় ঘুরে শেখ ফরিদ মার্কেটের সামনে এসে র‌্যালি শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শাহা ফকির চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক তোফায়েল, নগর কমিটির সিনিয়র সহসভাপতি সাইফুল, সহসভাপতি লোকমান, সহসাধারণ সম্পাদক শাহীন মফিজ, সাংগঠনিক সম্পাদক রুবেল শাহীন, সমাজ কল্যাণ সম্পাদক রিয়াদ, পাঁচলাইশ থানা কমিটির সভাপতি রহমান, সাধারণ সম্পাদক হেলাল, আকবর শাহ থানা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আনোয়ারা থানা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। মে দিবস উপলক্ষে শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে নির্মাণ শ্রমিকের বিভিন্ন সমস্যার কথা কথা নেতারা তুলে ধরেন।

অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন : মহান মে দিবস উপলক্ষে মহানগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে বৃহস্পতিবার সকাল ৯ টার সময় চট্টগ্রাম অটোরিকশাঅটোটেম্পো শ্রমিক ইউনিয়নের উদ্যোগের র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ বলেন-“আজ মহান মে দিবস। আমরা আজকের এই দিনে শ্রমিকদের অধিকার আদায়ে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করি। তিনি আরো বলেন, আজ শ্রমিকদের অধিকার আদায়ের দিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আজও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এবং সবসময় নির্যাতিত ও নিপিড়ীত হয়েই চলেছে। বিগত সৈরাচারী সরকার ‘সড়ক পরিবহন আইন২০১৮” পাশ করার মধ্য দিয়ে পরিবহন চালকশ্রমিকদের ওপর আরো খড়গহস্ত হয়েছে এবং পরিবহন শ্রমিকদেরকে হতাশায় নিমজ্জিত করেছে। সভায় ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ বিপ্লবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেনযুগ্ম সম্পাদক মো. সোলায়মান, সহসাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, মো. আলম, মো. সিরাজ, মো. হাসান মোল্লা, মো. ইমরান, মো. কামাল হোসেন ভান্ডারী, মো. শহীদুল ইসলাম, মো. রুবেল, মো. সেলিম লেদু, সৈয়দ হাবিবুর রহমান ও মো. মনিরুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল মিছিল বিআরটিসি মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশন : আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশী গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে হাজারো শ্রমিকদের সাথে নিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদ আলমের নেতৃত্বে উৎসব মুখর পরিবেশে সংগঠনের বিভিন্ন কালারের মে দিবসের গেঞ্জি পড়ে ও বিভিন্ন দাবি সম্মিলিত স্লোগানে স্লোগানে মুখরিত করে মহান মে দিবসের মিছিলে যোগ দেন গার্মেন্টস ও বিভিন্ন শিল্প সেক্টরের কর্মরত শ্রমিকরা। র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন উক্ত সংগঠনের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট এস এম সাহাবউদ্দীন, কৃষিবিদ রফিকুল ইসলাম, (সহকারী পরিচালক, প্রোপ্রাম) সংশপ্তক। এই সময়ে বাংলাদেশী গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ব্যানারের দাবির সাথে সমন্বয় করে ০৯টি বেসিক ইউনিয়নের নেত্রীবৃন্দ তাদের ব্যানার নিয়ে উক্ত র‌্যালি ও পথসভায় যোগ দেয়। উক্ত মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বায়েজিদ বিআরটিসি মোড় থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টস শিল্প সেক্টরের গুরুর্তৃপূর্ণ পথ প্রদক্ষিণ করে শেরশাহ মোড়স্থ চত্বরে এসে পথসভা সমাপ্ত হয়। উক্ত পথ সভায় বক্তব্য রাখেন উক্ত সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটি ও সুপার নিটিং ডাইং মিলস লিঃ শ্রমিক ইউনিয়নের সভাপতি আমীর খসরু, সাধারণ সম্পাদক রাজু মিয়া, কার্যকরী সভাপতি মোরশেদুল আলম, অর্থসম্পাদক মোঃ জামাল উদ্দীন, মোঃ এনাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সভাপতি আসমা বেগম, ফরচুন এ্যাপারেলস্‌ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রেহানা বেগম, সুপার সিনথেটিকস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ বেলাল, আলআমিন গার্মেন্টস ইন্ডাঃ লিঃ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম, ডাফ পি পি ইন্ডাঃ লিঃ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী। প্রেস বিজ্ঞপ্তি।

মমতা : যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস পালন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফাম এর সহযোগিতায় মমতার পরিচালিত ‘গৃহভিত্তিক গার্মেন্টস নারী শ্রমিকদের জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় দিবসটি পালন করে মমতা। মহান মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১লা মে বৃহষ্পতিবার নগরীর হালিশহরস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক অপর্ণা বৈষ্ণব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মো. আলমগীর। মে দিবস এর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন মনসুর মাসুদ, মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার, তৌহিদ আহমেদ, তওফিক আহমেদ সহ শ্রমিক প্রতিনিধিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অপর্ণা বৈষ্ণব বলেন, শ্রমিকদের অধিকার ও তাদের ন্যায্যতা, প্রাপ্যতা নিয়ে আলোচনার জন্য মে দিবস একটি স্মরণীয় দিন। মে দিবস ও শ্রমিকদের বিশেষত নারী শ্রমিকদের অধিকার নিয়ে মমতা চট্টগ্রামে প্রশংসনীয়ভাবে কাজ করছে এবং এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বেকারি এন্ড কনফেকশনারি ওয়ার্কার্স ইউনিয়ন : চট্টগ্রাম বেকারি এন্ড কনফেকশনারি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মহান মে দিবসের সমাবেশে বক্তারা অবিলম্বে বেকারি ও কনফেকশনারি, সুইটমিট শিল্পের শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বেআইনি ছাঁটাই বন্ধ, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর স্টেশন রোড কদমতলী মোড়ে শ্রমিক সমাবেশে বক্তারা ন্যুনতম মজুরী ২৫ হাজার টাকা, শ্রমিকদের জন্যে রেশনিং চালু ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবিও জানান। শ্রমিক নেতা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিইউসির সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ। বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এরশাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন, প্রবীণ শ্রমিক নেতা আব্দুর রহমান মিস্ত্রি, মোঃ মিজানুর রহমান প্রমুখ। পরে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।

টিইউসি চট্টগ্রাম জেলা : গতকাল মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসাবে সকাল ১০টায় স্থানীয় কাজির দেউরি মোড়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়ন, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম, হোটেল সেন্ট মার্টিন শ্রমিক ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন, বাঁশখালী সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন, চুন হিং ফাইবার্স শ্রমিক ইউনিয়ন, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া), পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বিউটি পার্লার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, স্টিল মিল শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ইত্যাদি বিভিন্ন বেসিক ইউনিয়নের শ্রমিকেরা নিজ নিজ ব্যানারে যোগদান করেন। সমাবেশের শুরুতে উদীচী চট্টগ্রামের সাংস্কৃ্ি‌তক দল গণ সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি এবং বাংলাদেশ শ্রম সংস্কার কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, সমীরণ দাশ, ননী গোপাল দাশ, নতুন দাশ, আব্দুর রহিম, মোঃ পারভেজ, মোঃ সেলিম, প্রদীপ দাশ, মহিন উদ্দিন, আব্দুল হালিম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মানিক, মোস্তাফা শেখ, হোটেল সেন্ট মার্টিন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজান, বাঁশখালি সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহমুদুল ইসলাম, নুরুল কবির, চুন হিং ফাইবার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি খোকন বড়ুয়া, মোঃ আব্দুল নবি, মানিক মণ্ডল, আতাউর রহমান, মোঃ হানিফ, মোঃ রাসেল প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে উদীচী চট্টগ্রামের পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য দেন উদীচী চট্টগ্রামের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী সবুজ।

আনোয়ারা উপজেলা বিএনপি : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পারকি সমুদ্র সৈকতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. হাছান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন। সভায় বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী, বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দীন জাহেদ, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল হক চৌধুরী, বিএনপি নেতা কাজী মো. নুরুল ইসলাম, মঈনুদ্দিন চৌধুরী খোকন, ফরিদ উদ্দিন, বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সাবেক ছাত্রনেতা জমির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক, যুবদল নেতা মো. আলী, ওলামাদলের সাবেক সভাপতি মাওলানা মো. আমিন, সাবেক ছাত্রদল নেতা জালাল উদ্দিন, জাসাস নেতা আশরাফ হোসেন, ছাত্রদল নেতা আবু শামা, যুবদল নেতা আবু সৈয়দ, স্বেচ্ছাসেবক দল নেতা তারেকুল ইসলাম, যুবদল নেতা আব্দুল হাকিম, আনোয়ার হোসেন প্রমুখ।

ইসলামিক ফ্রন্ট : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, সভ্যতার উৎকর্ষতার নেপথ্যে রয়েছে শ্রমিকদের অবদান। এই শহরের নগরায়নসহ যত কিছু উৎপাদন হচ্ছে তাদের পেছনে আছে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ১ মে চেরাগি মোড়স্থ সালমা ভবন ২য় তলায় ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী জসিম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি স ম হামেদ হোসাইন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। বক্তব্য দেন, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, স ম শহিদুল হক ফারুকী, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা ইলিয়াছ সিকদার, মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধযৌন সহিংসতার ধরন এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে সচেতনতা