বিভিন্ন স্থানে মিলাদুন্নবী (সা.) মাহফিল

আজাদী ডেস্ক | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

হাটহাজারী নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজের উদ্যোগে বার্ষিক পবিত্র ঈদমিলাদুন্নবী (সঃ) উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে অধ্যাপক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহির উদ্দিন ছিদ্দিকী (শাহীন)। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখছেন নাজিরহাট জামেয়া আহমদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মওলানা আবদুস সালাম শরীফি। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন ও উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। অধ্যাপক সৈয়দ মো. জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক শিরিন আকতার, অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী, অধ্যাপক নুরুল ইসলাম বাবু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, বিশ্বমানবতার মুক্তির দূত, ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর আগমনে আরবের আইয়ামে জাহেলিয়াত যুগের যত বর্বরতা, পৈশাচিক আচরণ,কুসংস্কার ও পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সমাজে সাম্য, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। ছাত্রছাত্রীদের তাঁর সুমহান জীবনাদর্শ অনুসরণ করে নিজেদের আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে হবে। সর্বশেষে ইসলামী কুইজ, ইসলামী সঙ্গীত ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা মুফতি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

বোয়ালখালী মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) ও মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) ৩৭তম উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বোয়ালখালী উপজেলা সমন্বয়কারী ও শাখাগুলোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ মাহফিল ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। কবুতর উড়িয়ে ও মোনাজাতের মধ্যদিয়ে র‌্যালির উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রিয় পর্ষদের সদস্য নুরুল করিম নুরুর সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা সমন্বয়কারী আরেফিন রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রিয় পর্ষদের সদস্য আবদুল আজিজ ভাণ্ডারী, সাবেক সমন্বয়কারী নুরুল হক ফকির, সমন্বয়কারী নুরুল ইসলাম অডিটর, সৈয়দুর রহমান ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল হাসেম, তাজকিয়া কেন্দ্রিয় পর্ষদের সাবেক সভাপতি এইচ আর মেহবুব জিকো, সাজ্জাদ হোসেন, জামাল উদ্দিন, মোস্তাফা কামাল, জানে আলম জাহাঙ্গীর, ফরিদ আহমদ, আলী আকবর, রেজাউল করিম রুবেল, নুরুল ইসলাম, ফারুক আযম, মিজানুর রহমান, রিমানুল ইসলাম, ইয়াসিন মোহাম্মদ আসিফ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলাস্থ সকল শাখা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র‌্যালি উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেন, মাইজভাণ্ডারী ত্বরিকা একটি মানবিক ও অসমপ্রদায়িক চেতনায় উজ্জীবিত একটি ত্বরিকা। এই ত্বরিকার উদ্ভাবক তিনি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর, রাসুলের পাকের ধারা অনুযায়ী বিশ্বকে শান্তি, সাম্য, ন্যায় প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন, তাঁর উত্তরসূরী বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.)ও মানুষের আত্মিক উৎকর্ষতা ও মানবতার জন্য কাজ করে গেছেন, রেখে গেছেন সুন্দর ও সরল পথের দিশা। তাঁর উত্তরসূরী হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (.) শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্ট প্রতিষ্ঠা করে মানবতার খেদমতে কাজ করে যাচ্ছেন।

ইপিজেড সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ : চট্টগ্রাম মহানগরীর বন্দরইপিজেডপতেঙ্গাস্থ সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে ৩৯নং ওয়ার্ডের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ডাঃ এস এম এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রি নবীর (সাঃ) জীবনআদর্শ ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে হোমিওপ্যাথি বোর্ডের সাবেক বোর্ড মেম্বার লেখক ও গবেষক ডাঃ মোঃ ফজলুল হক ছিদ্দিকী বলেন, হোমিও চিকিৎসা সেবার মান ও গুন সম্পর্কে গণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াত ইসলামী বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুর রহিম, প্রাচিকসের সভাপতি মোঃ মারুফ রহমান মনু, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, ইসলামিক ফ্রন্টের সভাপতি মোঃ আব্দুল অদুদ চৌধুরী, সংগঠনের সিনিয়র সহসভাপতি ক্বারী মাওঃ মোঃ আব্দুল বারী, ডাঃ এম আর সুমন, ডাঃ মোঃ শামসুজ জামান, ডাঃ রিজিয়া বেগম রীমা, মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, প্রকৌশলী ডাঃ কাউসার আহমদ, ডাঃ তারাজুল ইসলাম, ডাঃ ইব্রাহিম খলিলুল্লাহ, ডাঃ আহম্মদ উল্লাহ (রবিন), ডাঃ কামাল হোসেন, ডাঃ মোঃ আলী জাফরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন সিমেন্ট ক্রসিং জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এইচ এম রবিউল হাসান কাদেরী। পরিশেষে তবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলদী অভয়ারণ্যে আকাশমণি অপসারণ করে দেশীয় প্রজাতির চারা রোপণের কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাউজান ক্লাবের মাসিক ইসলামী সেমিনার