বিভিন্ন স্থানে মিলাদুন্নবী (দ.) মাহফিল

| বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৮ পূর্বাহ্ণ

পাথরঘাটা বান্ডেল রোড : পাথরঘাটা বান্ডেল রোড মহল্লা কমিটির উদ্যাগে ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল গত ৫ সেপ্টেম্বর স্থানীয় সোবহান সওদাগর জামে মসজিদ প্রাঙ্গণে অনুৃষ্ঠিত হয়। কমিটির সভাপতি শেখ জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক সুফি মো. মোরশেদ আলমের সঞ্চালনায় সমাপনী মাহফিলে প্রধান অতিথি হিসেবে তকরির করেন পাহাড়তলী বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শামসুল করিম। বিশেষ অতিথি ছিলেন পাঠানটুলি চাট্টশ্বরাই গায়েবী মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের ছাকিব। সমাপনী দিবসে বক্তারা বলেন, জুলুম ও অন্যায় অবিচার থেকে মুক্তির জন্য নবী করিমের (.) আদর্শ অনুসরণ ও বাস্তবায়ন করা জরুরী। মাহফিলে সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুল আলম মনছুর, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ হোসেন,হাফেজ আবুল বাশার, আশফাক কাদরী, হোসেন গণি, মোহাম্মদ শাহ আকরাম, ইকবাল হোসেন মামুন, ফসিউল আলম, ইমরান আহমেদ, শামীম আহমেদ, শহিদুল আলম জেকী, মো. হাফেজ, মামুনুর রশিদ বাবলু, সাজু, মো. হাসান, নুর বঙ নাজিব, মুরাদ প্রমুখ।

ওষখাইন আলী নগর দরবার : আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফে আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ আলী রজা (রা.) ট্রাস্টের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।

দরবারের সাজ্জাদানশীন শাহসুফি মুহাম্মদ ইলিয়াছ রজার ছদারতে মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালক আবদুল কাদের চাঁদ মিয়া, সহকারী পরিচালক মুহাম্মদ নেছার মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে পাগলা কুকুরের কামড়ে ৯ গরুসহ আহত ৮
পরবর্তী নিবন্ধবিপ্লব উদ্যানে মহানগর মহিলাদলের পুষ্পস্তবক অর্পণ