ঈদ–এ মিলাদুন্নবীকে (দ.) স্বাগত জানিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত : আহলে সুন্নাত ওয়াল জামাআত হালিশহর থানার উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এক স্বাগত র্যালী গতকাল বাদ জুমা হালিশহর ঈদগাহ হতে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। আল–হাসনাইন মিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাদা মাঈনুদ্দীন সাঞ্জারীর সভাপতিত্বে ও এইচ এম ওমর আল–ফারুক সরকারের সঞ্চালনায় স্বাগত র্যালি শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের নগর নেতা ও ঐতিহ্যবাহী মাহমুদ খাঁন জামে মসজিদের খতিব আল্লামা মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তাহেরী নকশবন্দী মা.জি.আ। আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা বেলাল উদ্দীন তাহেরী।
পটিয়া : পটিয়া আনজুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুলুসটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চক্রশালা গিরিশ চৌধুরী বাজার বাইপাস থেকে শুরু হয়ে পটিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে জমায়েত হয়। জুলুস শেষে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা.)। বিশেষ মেহমান ছিলেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা.)। জুমার নামাজ আদায় ও আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জুলুসের কার্যক্রম সম্পন্ন হয়।
ওষখাইন দরবার শরীফ : ওষখাইন দরবার শরীফের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে এক বিশাল জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা) অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট পেট্রোল পাম্প এলাকা থেকে স্বাগত র্যালি শুরু হয়ে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের খানহাট, বদুর পাড়া, পাক্কা দোকান, বাদামতল, রওশনহাট প্রদক্ষিণ করে। পরে বাদামতলস্থ সৈয়দ আমির কুলাল (র.) জামে মসজিদে মাহফিলের মধ্য দিয়ে জুলুস সমাপ্ত করা হয়।
চন্দনাইশ : চন্দনাইশে জশনে জুলুসে ঈদ–এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত সোমবার সকালে স্বাগত র্যালিটি দোহাজারী পৌরসভা থেকে শুরু হয়ে পুরো চন্দনাইশ এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জোয়ারা মাসুমা কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য এসএম মুহিব্বুল্লাহ। প্রধান বক্তা ছিলেন পটিয়া হাদু চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা নিজাম চিশতি। উদ্বোধক ছিলেন উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী ডা. মো. আবদুর রহমান।
ফটিকছড়ি : ফটিকছড়িতে জশনে জুলুসের শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল শুক্রবার বাদে আছর গাউসিয়া কমিটি ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার উদ্যোগে এ জুলুস বের করা হয়। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন মাওলানা অছিয়র রহমান আলকাদরী।
মঈনুল হাদী মাইজভান্ডারী যুব ফোরাম : মঈনুল হাদী মাইজভান্ডারী যুব ফোরাম চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) ও যুব সমাবেশ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা জুলুসটি নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে অলংকার মোড় হয়ে সাগরিকা সরাইপাড়া বার আউলিয়া কনভেনশন হলে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।
জুলুসে নেতৃত্ব দেন মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হাদী মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ তানবীর হাদী মাইজভান্ডারী (মা.) আল হাসানী ওয়াল হোসাইনী। প্রধান বক্তা ছিলেন জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সমন্বয়ক সুফী গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারী।
কর্ণফুলী : কর্ণফুলী প্রতিনিধি জানান, কর্ণফুলীতে জশনে জুলুসে স্বাগত র্যালি করেছে থানা গাউছিয়া কমিটি। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে মইজ্জ্যারটেক চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাবেক চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ (কমিশনার)। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির যুগ্ম–মহাসচিব মুহাম্মদ মাহবুবুল হক খান।