পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা🙂 উপলক্ষ্যে মমতার উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিম খানায় বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক আযহারী। খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ, সাবেক সভাপতি বদিউজ্জামান খান ননী, সাধারণ সম্পাদক মনসুর মাসুদ, উপ–প্রধান নির্বাহী মো. ফারুক প্রমুখ।
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং : পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ে উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফখরুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ড. বি এম মুফিজুর রহমান আজহারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিএইচডি গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী, স্কুল পরিচালনা পরিষদের সদস্য আনিস উদ দৌলা, নাছির উদ্দিন, আবুল হোসাইন মোল্লা, কো–অর্ডিনেটর হিজবুন নাহার, মতলুবা নাসরিন, নার্গিস আকতার, রুমানা আক্তার, মাকসুরা জাহান, ফাহমিদা কাউনাইন, প্রশাসনিক কর্মকর্তা বদরুল আহসান, মোহাম্মদ আশরাফ প্রমুখ।
পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা মহানবী (সা.) এর শানে বিভিন্ন ইসলামী সংগীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












