বিভিন্ন স্থানে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও জুলুসের র‌্যালি

‘রাসূলের প্রতি ভালবাসাই ঈমানের ভিত্তি’

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

পটিয়া আমির ভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী মাহফিল : পটিয়ার আমির ভাণ্ডার দরবার শরীফে ১৯তম ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিলের ১০ম দিবস গতকাল শনিবার বাদে মাগরিব পবিত্র কোরআন শরীফের খতম আদায় ও নাতে রাসূলের (দ.) মাধ্যমে শুরু হয়। শায়ের মুহাম্মদ মেরাজ রেযা কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে তকরীর পেশ করেন কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুফতি সৈয়দ বাকি বিল্লাহ আজহারী। প্রধান আকর্ষণ হিসেবে তকরীর পেশ করেন আল্লামা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী, আল্লামা মুহাম্মদ সোলায়মান আলকাদেরী, আল্লামা মুফতি মঈনুদ্দীন খান আলকাদেরী। মাহফিলে সভাপতিত্ব করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ আমিরী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ খলিলুজ্জমান আমিরী, শাহজাদা মুহাম্মদ আসাদুজ্জামান তানিম, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোস্তাকিম আমিরী। মিলাদ কিয়াম পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ মনোয়ার মিজবাহ আমিরী।
নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ : সংযুক্ত আরব আমিরাত দুবাই ড্রাগন মার্ট সংলগ্ন ইন্টারন্যাশনাল সিটি রাসিয়াস্থ আল মদিনা রেস্টুরেন্ট হলরুম ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাউজান উপজেলার নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ- সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে শুক্রবার বাদে এশা হতে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ-সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তা মুহাম্মদ হাবিব উল্ল্যাহ’র সভাপতিত্বে ও নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ-সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র সদস্য এম শাহেদ সরওয়ারের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন মৌলানা মুহাম্মদ ফজলুল আজিম। মোহাম্মদ তামিম আল মারুফের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। পবিত্র হামদ ও নাতে রাসূল পেশ করেন মোহাম্মদ হিশাম আল মারুফ। স্বাগত বক্তব্য রাখেন কাজী মুহাম্মদ সোহেল। মাহফিলে আলোচনায় অংশ নেন মোহাম্মদ আজম, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশ, হাফেজ মোহাম্মদ ফারুক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজ, নুর উদ্দিন খান বাবর, মহিম উদ্দিন, আলতাফ উদ্দিন জনি, নাছিরউদ্দিন, আশরাফ খান, আব্বাস উদ্দিন, বেলাল উদ্দিন, মোজাহের, আজাদ, বাচ্চু, ইছা চৌধুরী, মুছা, আলম, কাজী জনি, জাহেদ, মোরশেদ, আব্দুল করিম প্রমুখ।
হাটহাজারী দক্ষিণ নাঙ্গলমোড়া : হাটহাজারীর দক্ষিণ নাঙ্গলমোড়ায় সৈয়দ ছদর খলিফা জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা হাফেয সোলাইমান আনসারী (মা.জি)। আল্লামা রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির তাকরির পেশ করেন আল্লামা শফিউল আলম নেজামী (ম.জি), আল্লামা জয়নুল আবেদীন জিহাদী। প্রধান বক্তার তাকরির পেশ করেন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবায়ের রেযবী (ম.জি)। এর পূর্বে নবীর শুভাগমন উপলক্ষ্যে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) বের করা হয়। মহল্লার গুরুত্বপূর্ণ স্পট প্রদক্ষিণ করে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
হাটহাজারী ফতেপুর : হাটহাজারী প্রতিনিধি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে হাটহাজারী ফতেপুর পবিত্র ঈদে মিলাদুনবী (দ.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ইসলামিয়াহাট মকবুলিয়া আহমদিয়া স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর অংশগ্রহণে মকবুল আহমদ শাহ (রহ.) দরবার প্রাঙ্গণ থেকে কলেমা খচিত ব্যানার, পেস্টুন, জাতীয় পতাকা হাতে নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রেছালত স্লোগান, নবীর শানে নাতে মোস্তফা পাঠ করে করে জশনে জুলুসটি বের হয়। পরে বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে চট্টগ্রাম-নাজিরহাট সড়ক হয়ে দরবারে এসে শেষ হয়। জুলুস শেষে দরবারের শাহজাদা নুরুল আজম শাহ’র সভাপতিত্বে ও সংসদের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ কিয়াম মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
চিকনদন্ডী ইউনিয়ন শাখা আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চিকনদন্ডী ইউনিয়ন ও পাহাড়তলী ওয়ার্ড শাখার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস এস এম হাসান মাসুদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
চন্দনাইশ রহমানিয়া আহমদিয়া এএস দাখিল মাদ্রাসা : নূর নবীর আগমন উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ এস সুন্নিয়া দাখিল মাদরাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে গতকাল চন্দনাইশ পৌর এলাকার দক্ষিণ গাছবাড়িয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ছৈয়দ মো. পাড়া, সর্বল কাজী পাড়া, শাহের মো. পাড়া, ফকির পাড়া, নয়া পাড়া, বদলর কলঘর, দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া, আবদুল বারী হাট, নয়াহাট, চন্দনাইশ সদরের প্রধান প্রধান সড়ক, দুর্ল্লভ পাড়া, গাছবাড়িয়া খাঁনহাট, কলেজ গেট, চৌধুরী পাড়া হয়ে মাদরাসা প্রাঙ্গণে এসে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) ও বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহিম সওদাগর। মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. নুরুল আলমের সঞ্চালনায় মাদ্রাসা কমিটির সহ-সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী হোসাইন, আরিফ উদ্দিন, মাসুদ প্রমুখ।
বায়েজীদ বোস্তামীর (রহ.) দরগাহ : হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ ময়দানে আন্‌জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে মুফতি আল্লামা শাহ্‌সূফী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) প্রতিষ্ঠিত সুন্নী সমাবেশের ৮ম দিবস গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্‌ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)।
ছাত্রসেনা পটিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড : ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার স্বাগত র‌্যালি গত শুক্রবার সংগঠনের সভাপতি আব্দুল আজিজ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক।

পূর্ববর্তী নিবন্ধরংধনু গণপাঠাগারে বই আড্ডা
পরবর্তী নিবন্ধমর্তুজা বেগম