বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৮:৫৬ পূর্বাহ্ণ

মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা : ডেঙ্গুরোগ প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি নুরুল আলম, ভারপ্রাপ্ত সুপার মাওলানা শামছুর রহমান এবং শিক্ষকশিক্ষিকা, কর্মচারী, অভিভাবক/অভিভাবিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। কর্মসূচিতে ছিল সচেতনতামূলক আলোচনা সভা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রদর্শন, সিটি কর্পোরেশনের সহযোগিতায় মাদরাসার চারপাশের ড্রেইনসহ আঙিনা পরিষ্কার, ফগার মেশিন দ্বারা ডেঙ্গু মশা নিধনে ওষুধ ছিটানো হয়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আগ্রাবাদ এলাকায় গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। সংগঠনের সেক্রেটারি লায়ন মো. আবু নাসের রনির পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাজিম আখতার আমিরী সহসভাপতি নাজমুল শাকের, গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, আশিকুল আলম, এস এম ইয়াসিন আরমান, জুনায়েত রহমান রিফাত, নূরে আলম রাসেল, তৌসিফ, আরিফ প্রমুখ।

বাঁশখালী উপজেলা প্রশাসন : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ লক্ষ ৫০ হাজার চারা রোপণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও মোঃ ওসমান গনির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ, সিনিয়র শিক্ষিকা তাহের বেগম, বিপ্লবী বিশ্বাস, সাংবাদিক মিজান বিন তাহের সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাসিনা জামাল ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে তিন শতাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্যে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ জ ম শা ইলিয়াছ, আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিন, শওকত হোসেন সেতু, নব নির্বাচীত গভর্নিংবডির সদস্য কাজী আলম শাহ মেম্বার, কলেজের শিক্ষক শীলাদাশ গুপ্তা, পারমিতা বড়ুয়া, রতন কুমার তুরী, সুজন সাহা, নূরুল হুদা, রোকন উদ্দিন, রেখা দাশ, কোহিনূর আকতার, আব্দুল কাইয়ূম, লিটন দাশ, ইউসূফ নূরী, খায়েজ আহামদ, চন্দনা ঘোষ, মরিয়ম নগর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি নাছির উদ্দীন, আহম্মেদ নুর হোসেন জয়, সাইফুল ইসলাম ইমরান হোসেন, সেলিম আবদুল্লাহ, মো. সালাউদ্দিন, রহিম জিয়া, আকবর, মো. রনি, মো. উসমানসহ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষকশিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে পায়ে হেঁটে বিশ্বভ্রমণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে কে এম ছমিউদ্দিন ফাউন্ডেশনের শিক্ষার্থী সংবর্ধনা