শেখ হাসিনার দেশ ত্যাগের ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাই উপজেলা জামায়াত ও ছাত্র শিবিরের উদ্যোগে মহাসড়কের মীরসরাই সদরে এক আনন্দ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৫টায় উপজেলা জামায়াতে আমীর নুরুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের সহসভাপতি মাওলানা নুরুল করিম, উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি মাঈন উদ্দিন রাহাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ছাত্র সম্পাদক আফনান হোসেন, উপজেলা জামায়াত নেতা নুরুল হুদা হামিদী, মীরসরাই পৌরসভা জামায়াতের সভাপতি শিহাব উদ্দিন, আবু তাহের ভূঞা প্রমুখ।
চট্টগ্রাম আইন কলেজ : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম আইন কলেজ শাখার উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা গতকাল চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিচের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ভিপি রেজা হায়াত খানের পরিচালনায় আনন্দ মিছিলটি জামাল খান থেকে শুরু হয়ে আন্দরকিল্লা চত্ত্বর হয়ে আইন কলেজে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এম সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট সাইফুল ইসলাম ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ–সাধারণ সম্পাদক এডভোকেট মোতাহের হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি রিফাত হোসেন শাকিল। বক্তব্য রাখেন আইন কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক ইকবাল রনি, গিয়াসউদ্দীন সেলিম, মোহাম্মদ আলী, শহিদুল্লাহ সাগর, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসলামইল, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ মিশুক, বেলাল হোসেন শান্ত, মোহাম্মদ জসিম প্রমুখ।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। কলাবাগান থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিজয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চাকমা, সাধারণ সম্পাদক এমএন আফসার, অ্যাড. আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিন্টু। সভাপতিত্ব করেন জেলা যুবদলের মাহবুব আলম সবুজ। বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। সকল নেতাকর্মীদেরকে সজাগ থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।