তফসিল ঘোষণার প্রতিবাদে গতকাল চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ করেছে। পাহাড়তলী নয়াবাজারে পাহাড়তলী থানা যুবদলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। মহানগর যুবদল নেতা আলিফ উদ্দিন রুরেলের নেতৃত্বে চট্টেশ্বরী রোড়ে মশাল মিছিল করা হয়, চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহমান আলফাজের নেতৃত্বে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় চান্দগাঁও থানা ছাত্রদল মশাল মিছিল বের করে। আগ্রাবাদ এক্সেস রোড়ে মহানগর ছাত্রদলের মিছিলে পুলিশ হামলা চালালে পুলিশের সাথে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিকভাবে পটিয়ার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ। গতকাল রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিল বের করার খবর পাওয়া গেছে। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার আশিয়া, জিরি, হাবিলাসদ্বীপ, কোলাগাঁও, কেলিশহর, ছনহরা, হাইদগাঁও ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তারা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিভিন্ন স্থানে সড়কে তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
কক্সবাজার : কক্সবাজার প্রতিনিধি জানান, তফসিল প্রত্যাখ্যান করে কঙবাজার শহরে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে শহরের সার্কিট হাউস রোড থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করার আগেই পুলিশি বাধার মুখে শহীদ মিনারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলের নেতৃবৃন্দ অংশ নেয়। গত ২৮ অক্টোবরের পর হরতাল ও টানা অবরোধ কর্মসূচির পর গতকাল সন্ধ্যায় প্রথম কঙবাজার শহরে একটি মিছিল বের করে জেলা বিএনপি।












