সনাতনী অধিকার আন্দোলন : সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র ও শিশুদের মাঝে গীতা বিতরণ করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর নগরীর চান্দগাঁও সাধুপাড়ায় অসহায় মানুষের হাতে বস্ত্র ও শিশুদের হাতে গীতা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সনাতনী অধিকার আন্দোলন বিভাগীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পলাশ সেন,রিটন মহাজন, বিজয় ধর, যুগ্ম ত্রিপন ভৌমিক, অসীম কুমার দাশ, সৈকত চৌধুরী, বিজয় চৌধুরী। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন সনাতনী অধিকারী আন্দোলনের সহ–সভাপতি ডা. সুমন কুমার দাশ, কার্যকরি সদস্য প্রবাসী সুমন আচার্য্য, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুভাষ দেব রকি, সুব্রত ভৌমিক, রুবেল কান্তি দে, অজয় সরকার পিয়াস, আকাশ সেন প্রমুখ।
বৈদিক গীতা পরিষদ : বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চবি অধ্যাপক ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সহ–মুখপাত্র ড. কুশল বরণ চক্রবর্তী। উপস্থিত ছিলেন ভোলানন্দ গিরি সেবাশ্রমের সভাপতি উমেষানন্দ গিরি মহারাজ, গীতা শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ পরিতাষনন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ রণনাথ ব্রহ্মচারী, সুব্রত দাশ আকাশ, টিটু শীল, অমিত পারিয়াল, উত্তম কুমার চৌধুরী, রিটন মহাজন, সুমন কান্তি দাশ, বিজয় ধর, রনি পালিত, শুভংকর চক্রবর্তী, রকি ধর, বিশাল দেবনাথ, বিজয় নাথ প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন পলাশ কুমার সেন, সুমন আচার্য্য, পিল্টন দে, সজল চৌধুরী, সানু চক্রবর্তী, সজল শীল, উৎপল দত্ত, প্রিয়ম বিশ্বাস, অপুর্ব দাশ, উজ্জ্বল চৌধুরী, জয় মজুমদার, মিটন, সমীর কান্তি শীল রুপম, পলাশ দেবনাথ, অলক ভট্টাচার্য্য, রকি শীল রাহুল, রাজীব নাথ,অনিক দাশ, গুপ্ত সূর্যমনি ভট্টাচার্য্য, ছোটন বিশ্বাস প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে দুর্গাপূজার মহাসপ্তমীতে সোমবার (২৯ সেপ্টেম্বর) পটিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্টাতা সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্য, অরুপ রতন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রুবেল দেব, সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার দে, পরিমল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্িজনিয়ার ভবশংকর ধর, আশিষ মিত্র, সাংগঠনিক সম্পাদক হারাধন দাশ, মাধাই চন্দ্র নাথ, ডা. বিধান চন্দ্র ধর, রাসেল চৌধুরী, যাদব সদ্দার, উজ্জ্বল ভট্টাচার্য, পটিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি দেবাশীষ দে, কার্যকরি সভাপতি রাজীব সেন, সাধারণ সম্পাদক মান্না কুমার দেব, চন্দনাইশ উপজেলার আহবায়ক অলক কুমার দে, সদস্য সচিব পলাশ কুসুম দত্ত প্রমুখ।