বিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠান

| শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

ন্যাশনাল গ্রামার স্কুল : বর্ষবরণ, বৈশাখী মেলা ও পান্তাইলিশের আয়োজন করেছে হালিশহর ন্যাশনাল গ্রামার স্কুল। গত ১৪ এপ্রিল দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে হালিশহর আর্টিলারী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী অনুষ্ঠান। বৈশাখী মেলা উদ্বোধনকালে স্কুলের পরিচালক কেফায়েত উল্লাহ কায়সার বলেন, ন্যাশনাল গ্রামার স্কুল শিক্ষার্থীদের শুধু ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ রাখে না। আমরা বিশ্বাস করি বই ও ক্লাসের বাইরেও রয়েছে বিশাল জানার জগত। অনুষ্ঠানে অতিথি ছিলেন, সমাজ সেবক ইঞ্জিনিয়ার মনির মাহমুদ, গোলাম মোহাম্মদ চৌধুরী, ব্যাংকার জিয়াউল ইসলাম চৌধুরী, আতিয়া আক্তার উষা, মো. আবু ইউসুফ প্রমুখ। এ্যালিনা শারমিন নাহিদের সঞ্চালনায় এতে স্কুলের শিক্ষকশিক্ষিকাদের মধ্যে আকাশ মাহমুদ, সুফিয়া খানম, ফারজানা আক্তার, ফাহমিদা ইয়াছমিন রাহাত আরা তিশা, নুরজাহান পলি, শিরিন আক্তর, নুসরাত জাহান, মল্লিকা বিশ্বাস উপস্থিত ছিলেন।

দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট : প্রতিবারের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। বাংলায় চিরায়িত ঐতিহ্য ধারণ করে বৈশাখের নাচ,গান, কৌতুক, লালন গীতি, পুঁথি, পান্তাইলিশ সহ নানা দেশীয় খাবারের সমারোহ ঘটে এই উৎসবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে সেই সাথে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলার চিরায়িত ইতিহাস ঐতিহ্য প্রসঙ্গে ধারণা দিতে এই আয়োজন। তিনি প্রবাসী বাংলাদেশীদের বিদেশে বাংলাদেশের মান অক্ষুন্ন রাখার পাশাপাশি আমিরাতের আইনকানুন মেনে চলারও পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ। উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিনী উম্মে রুম্মান, কনসাল জেনারেলের সহধর্মিনী লুৎফুন্নাহার তানিয়া, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, আবদুস সালাম তালুজদার, প্রকৌশলী আব্দুস সালাম খাঁন, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, দুবাই আল আবির বিজনেস এসোসিয়েশনের সহসভাপতি নজরুল ইসলাম, হাজী আব্দুল করিম, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, এম এ বাশার, মোহাম্মদ ইব্রাহিম, আব্দুল লতিফ, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমান, কাউন্সিলর (শ্রম) মো: আব্দুস সালাম, দূতালয় প্রধান আশফাক হোসাইন, প্রথম সচিব (শ্রম) শাহানাজ পারভীন, দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির প্রমুখ।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে ১৪ ও ১৫ এপ্রিল দুইদিন ব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক পারভেজ খানের পরিচালনায় প্রথমদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবি চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক ফরিদুল আলম, উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুজ চৌধুরী, সদস্য নাজমুল হাসান তপু, নুর নবী, কপিল, রেজাউল, খোরশেদ আলম সোহেল, আসাদ, সাকিল, সাদিয়া, রুবেল, ইতি প্রমুখ।

অনুষ্ঠানে নবাগত বাউবি স্টুডেন্টস ব্লাড ফোরাম (স্বেচ্ছাসেবী সংগঠন) ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির মাধ্যমে আত্মপ্রকাশ করে। এছাড়া এদিন সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক বাউবি সমন্বয়কারী আখতার হোছেইনকে বিদায় সম্মামনা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

১৫ এপ্রিল বাউবি কর্তৃপক্ষের সারা বাংলাদেশে একযোগে নববর্ষ পালন করার নির্দেশনার অংশ হিসেবে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ফরিদুল আলমের নেতৃত্বে আঞ্চলিক অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ষবরণ শোভাযাত্রা ও সংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনোয়ারা সরকারি কলেজ : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা সরকারি কলেজে নানান আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষ্যে বেলা ১১টায় কলেজের মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ ১৪৩২ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রুবিনা আকতারের সভাপতিত্বে ও প্রভাষক সাইয়েদুল আবরার ও নিলীমা রাণী মহাজনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাম্মাদ রিদুওয়ানুল হক। উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মোছলেহ উদ্দীন সিরাজী, প্রভাষক মীর কাশেম, প্রভাষক দিশারী বড়ুয়া, মনিরা সুলতানা, ফরিদা ইয়াছমিন, সুজন আচার্য্যসহ কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তার আগে সকালে নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ