পটিয়া
পটিয়া প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব–১৭) ফুটবল টুর্নামেন্ট পটিয়ায় শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে পটিয়া আদর্শ স্কুল মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এ টুর্নামেন্টে উপজেলা ও পৌরসভার মোট ১৬ টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় পটিয়া পৌরসভা টিম জয়লাভ করে। তারা টাইব্রেকারে ৪–৩ গোলে কেলিশহর ইউনিয়ন ফুটবল টিমকে হারিয়ে দেয়।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম.এন.এ নাছির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাসেম, পুলক চৌধুরী, নাছির উদ্দিন, কাউন্সিলর গোফরান রানা, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, আমিনুল ইসলাম খান টিপু, এম এ হাসেম, হাজী মাহবুবুল হক চৌধুরী, জাকারিয়া ডালিম, প্যানেল চেয়ারম্যান শওকত আকবর, নুরুল ইসলাম বাচা, শাহরিয়ার শাহজাহান প্রমুখ।
চন্দনাইশ
চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশে ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সমন্বয়ে ১০টি টিম নিয়ে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার গাছবাড়িয়া মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দোহাজারী পৌরসভা ফুটবল একাদশ ১–০ গোলে বরকল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, পৌরসভার মেয়র মো. মাহাবুবুল আলম খোকা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, জনস্বাস্থ্য কর্মকর্তা ফরহাদ হোসেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক, বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, শাহাদাত নবী খোকা, মো. লোকমান হাকিম, কমিশনার লোকমান হাকিম, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, ব্যবসায়ী নেতা চৌধুরী আমির মো. সাইফুদ্দিন, মিজানুর রহমান, মো. মামুন, আনসারুল হক, রবিউল হোসেন, নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, জাহেদ চৌধুরী, সম্রাট চৌধুরী, সিরাজুল কাফি চৌধুরী প্রমুখ।
সীতাকুন্ড
সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব–১৭) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে সীতাকুন্ড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বারৈয়ারঢালা ইউনিয়ন ১–০ গোলে বাঁশবাড়িয়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম,ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, রেহান উদ্দিন রেহান, সাংবাদিক জাহিদুল আনোয়ার চৌধুরী, শেখ সালাউদ্দিন, কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, শেখ সাইফুল ইসালাম রুবেল, ইকবাল হোসেন রুবেল, সঞ্জয় চৌধুরী, অশোক দাশ, পৌর কাউন্সিল শফিউল আলম চৌধুরী মুরাদ, দিদারুল আলম এ্যাপেলো, ফজলে এলাহি পায়েলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।