বিভিন্ন স্থানে ডায়াবেটিস দিবসের র‌্যালি

| মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড : সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা সোমবার সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের (সেট) আয়োজনে প্রস্তাবিত হাসপাতাল (মুক্তিযোদ্ধা কমপ্লেঙ) ভবনে অনুষ্ঠিত হয়। সভার আগে একটি র‌্যালি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়। সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. শাহরিয়ার আহমদ মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ারুল হকের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ট্যুারিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের এডিশনাল ডিআইজি ও সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির উপদেষ্টা রোটারিয়ান মুহাম্মদ মুসলিম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোহাম্মদ গিয়াসউদ্দিন টিপু। স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লায়ন হাজী মোহাম্মদ ইউসুফ শাহ্‌ এবং ট্রেজারার খোরশেদ আলম, ননী গোপাল ট্রেজারার, দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, রেজাউল করিম বাহার, রেজাউল করিম বাহার, ইঞ্জিনিয়ার কামরুদৌজা, শিক্ষক আবু জাফর মো. সাদেক, মো. বেলাল হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম দুলু প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ১০০ জন রোগীকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
পটিয়া : বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে পটিয়া ডায়বেটিক সমিতির উদ্যোগে এক র‌্যালি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী ফ্রি মেডিকেল চেকআপ, বিনামূল্যে ওষুধ বিতরণ ও ডায়বেটিস পরীক্ষা করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন পৌর মেয়র আইয়ুব বাবুল, সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, আবুল কাশেম তালুকদার, মনজুর উল আলম, এম এন এ নাসির, নজরুল ইসলাম ঝন্টু, আলমগীর আলম।
লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল সোমবার লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে এক র‌্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন আরমান বাবু রোমেল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, রাশেদুল হক, চিকিৎসক ও ডায়াবেটিস রোগীরা।২দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। অসহায় ও হতদরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে ইনসুলিন বিতরণ করা হয়। এছাড়া বুধবার দিনব্যাপী সকল ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ বান্ধব দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা
পরবর্তী নিবন্ধবিচারপতি গোলাম রাব্বানীর ইন্তেকাল