বিভিন্ন স্থানে জশনে জুলুসের র‌্যালি ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

আজাদী ডেস্ক | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১:২২ অপরাহ্ণ

জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারী : আওলাদে রসুল (দঃ) আওলাদে গাউছুল আযম মাইজভাণ্ডারী (কঃ) ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারীর (মঃ) সদারতে জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর র‌্যালি সকাল ১১টায় উত্তরা হাউজ বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে টঙ্গী পাইলট স্কুল ময়দানে গিয়ে সমাপ্ত হয়। পরে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন, বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ও আমাদের দেশের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

আমানত খান (রহ.)-এর দরগাহ খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া : শাহসুফি আমানত খান (রহ.)-এর দরগাহ শরিফ খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে এবং হযরত শাহসুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দরগাহ শরিফ প্রাঙ্গণে আওলাদেপাক ও সাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আলআমানতীর সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ আবু মনছুর, ব্যবসায়ী মোহাম্মদ আবু তালেব ছিদ্দিকী সাঞ্জু, মোহাম্মদ মুনিরুল ইসলাম অপু, রফিক সওদাগর, মোহাম্মদ সাইমনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং আশেকভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। দরগাহ শরিফ জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ তবারক আলীর সঞ্চালনায় মাহফিলে নাতে রাসুল (সা.) পরিবেশন ও শাজরায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ পাঠ করেন শায়ের মাওলানা মোহাম্মদ মুনিরুল ইসলাম কাদেরী ও তার সঙ্গীয় সদস্যরা। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আওলাদেপাক মোতোয়ালী হাকিম শাহজাদা ইজাজ উদ্দিন আজীম খান। পরে উপস্থিত আশেকান ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আমির ভাণ্ডার সালাওয়াতে রাসূল (সা.) মাহফিল : আমির ভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে ২৩তম বর্ষে আমির ভাণ্ডারে ১২ দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী (সা.) ও সালাওয়াতে রাসূল (সা.) মাহফিলের সপ্তম দিবস শাহসুফি সৈয়দ কুতুব উদ্দীন আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে মেহমানে আলা ছিলেন আওলাদে গাউসুল আজম শাহজাদা সৈয়দ আহমেদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী। এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কর আইনজীবী ও ১৫নং চনহারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রশিদ। আলোচক ছিলেন আল্লামা মুহাম্মদ হাসান রেজা কাদেরী, আল্লামা মুফতি মুহাম্মদ মনজুর হুসাইন খন্দকার, মাওলানা সৈয়দ তানজীদ হোছাইন। আওলাদে আমিরভাণ্ডারীর মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমিরভাণ্ডারী, মাওলানা শাহসুফি সৈয়দ মুহাম্মদ মামুন রশিদ আমিরভাণ্ডারী, শাহজাদা মাওলানা সৈয়দ সায়েম উল্লাহ আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মোকাররম আমিরী, শাহজাদা সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ ফানাফিল্লা আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ নেওয়াজুজ্জমান আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ আশরাফুজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ মাহতাব হোছাইন আমিরী। সম্মানিত অতিথি ছিলেন মাসুদ মাহমুদ, মুহাম্মদ আবুল ফয়েজ কমিশনার, মুহাম্মদ খাদেমুজ্জমান আমিরী, মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান ব্যাংকার, মুহাম্মদ মোরশেদ আমিরী। হামদ ও নাত পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ রুহুল হক রিয়াদ ও মুহাম্মদ আহসান হাবিব। সঞ্চালনায় ছিলেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী।

আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া : আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরীর (মজিআ) নেতৃত্বে হাটহাজারী উপজেলায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী () অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাহসুফি আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ) মাজার শরিফ জেয়ারতের মাধ্যমে জশনে জুলুস শুরু হয়ে ছিপাতলী মাদ্রাসা, উত্তর মেখল, ইছাপুর বাজার, রাঙামাটি রোড, হাটহাজারী কলেজ এলাকা, কাচারি সড়ক ও হাটহাজারী সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইমাম শেরে বাংলা সৈয়দ আজিজুল হক আলকাদেরীর (রহ) মাজার শরিফ জেয়ারত শেষে জুলুসের সমাপ্তি ঘটে। এরপর হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাযিল মাদ্রাসা মাঠে ঈদে মিলাদুন্নবী () মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা, কলেমা খচিত পতাকা, নানা প্ল্যাকার্ড ও আনজুমানের পতাকা বহন করে জুলুসে অংশগ্রহণকারীরা। এতে সভাপতিত্ব করেন আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের সভাপতি ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। মাহফিলে মুখ্য আলোচক ছিলেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার মুফাস্‌সির আল্লামা গাজী শফিউল আলম নেজামী। অধ্যাপক কাযী মাওলানা শফিউল আযমের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ আলকাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা এ কে এম ইউসুফ, আল্লামা কামাল উদ্দিন আজিজি, অধ্যক্ষ আল্লামা আবুল ইরফান মুহাম্মদ লোকমান চিশতি, আল্লামা ফখরুদ্দিন চাঁদপুরি, আল্লামা আবদুন্নবী, আল্লামা শফিউল আলম আজিজি, আল্লামা মঈন উদ্দিন মামুন খান কাদেরী, শাহজাদা মাওলানা আবু সালেহ মুহাম্মদ গোলাম কাদের, মাওলানা সৈয়দ মুহাম্মদ জুন্নুরাইন, মাওলানা মহিউদ্দিন, অধ্যাপক মাহফুজুল হক, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম মাওলানা জিয়াউল হক প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং ফিলিস্তিনের গাজার মুসলমানসহ বিশ্বের নিপীড়িত মানবতার নাজাত কামনায় মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুণ্ডেশ্বরী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে বার্ষিক পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল