ফটিকছড়ির শফিকিয়া দরবার শরিফ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আঞ্জুমানে বারিয়া আহমাদিয়া বাংলাদেশের উদ্যোগে ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটির কেন্দ্রীয় পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় গত ৩০ আগস্ট সকালে ফটিকছড়ি উপজেলার শফিকিয়া দরবার শরিফ থেকে জশনে জুলুস বের হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মাজিআ)। পরে দরবার শরিফে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফখর উদ্দিন কাদের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী। বাদে জোহর বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ : হযরত রাসুলে আকরাম (সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়াসাল্লাম)’র আনুগত্যের গুরুত্ব থেকে সবিশেষ প্রতীয়মান হয় যে, আল্লাহ্ তা‘আলা কোরআনে করীমে আপন আনুগত্যের সাথে সাথে রাসুলে পাকের আনুগত্যের নির্দেশ দিয়েছেন এবং মুসলমানদেরকে তাদের পারস্পরিক মতবিরোধের মীমাংসার জন্য আল্লাহ্ ও রাসুলে আকরামের শরণাপন্ন হবার নির্দেশ দিয়েছেন। ১২ দিনব্যাপী সমাবেশের ৬ষ্ঠ দিনে সভাপতির বক্তব্যে আল্লামা শাহ্সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.) উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ২৯ আগস্ট হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ শরীফ সংলগ্ন শাহী জামে মসজিদে মহান রবিউল আউওয়াল উপলক্ষে ১২ দিনব্যাপী পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)’র সভাপতিত্বে ৬ষ্ঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাহজাদা আল্লামা হাফেজ কাযী মুহাম্মদ খালেদুুর রহমান হাশেমী (মা.জি.আ.)। আল আমিন হাশেমী দরবার শরীফের সম্মানিত শাহজাদা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব (মা.জি.আ.)’র সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ভারতের কাসওয়াসা দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লাম ছৈয়দ মুহাম্মদ ফয়যান আশরাফ আশরাফী আল জিলানী (মা.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।