বিভিন্ন স্থানে গণসংহতি আন্দোলনের পথসভা

নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:৪৪ পূর্বাহ্ণ

গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শনিবার নগরীর বহদ্দারহাট মোড়ে থেকে শুরু করে ১৪টি স্থানে পথসভা, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। পরে বোয়ালখালী উপজেলায় পথসভা হয়। সভায় বক্তারা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান জানান।

গণসংযোগে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী, চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট ফাহিম শরীফ খান, জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মোরশেদ আলম, গণসংহতি আন্দোলন চান্দগাঁও থানা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ ইকবাল মাসুদ, চান্দগাঁও থানা কমিটির সদস্য আসাদুজ্জামান মুক্তিয়ার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শেখ মঈনুল আজাদ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আজাদ হোসাইন, আরিফ মুহিউদ্দিন ও ইমন।

প্রসঙ্গত, গতকাল কাপ্তাই রাস্তা মাথা, কালুরঘাট সেতু, ফুলতল, বোয়ালখালী সিএ অফিস, শাকপুরা, বেংগুরা, কালাইয়ারহাট, চরণদ্বীপ, গোমদন্ডি, কানুনগোপাড়া, কলেজ রোড, জোটপুকুর, হাজীরহাট, কালাচাঁদ ঠাকুর বাড়িতে পথসভা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর বৃক্ষ বিতরণ কর্মসূচি