বিভিন্ন স্থানে কোরবানির মাংস বিতরণ

আজাদী ডেস্ক ম | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

গরিব ও দুস্থদের মাঝে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
কোরবানীগঞ্জ সাহেব পুকুর লেইন যুব কমিটি : কোরবানীগঞ্জ সাহেব পুকুর লেইন যুব কমিটির উদ্যোগে ঈদ-উল-আযহার দ্বিতীয় দিন দুপুরে হযরত মোল্লা মিসকিম শাহ্‌ মাজার, হযরত বদনা শাহ্‌ মাজার, হযরত গরীব উল্লাহ শাহ মাজার, হযরত আমানত শাহ মাজার, হযরত বদর শাহ্‌ মাজার এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে ও কোরবানীগঞ্জ এলাকায় রিকশা, ভ্যান, টেক্সি, পথচারীদের মাঝে কোরবানির রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রায় ৪শত ৩০জন বুভুক্ষ মানুষের মাঝে খাবার বিতরণকালে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী এবং গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ সওদাগর। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, আবু বক্কর, মো. ওয়াসিম, সংগঠনের সাধারণ সম্পাদক রেদোয়ান খান রণি, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, দেলোয়ার মুন্না, মো. রাকিব, মো. জুনায়েদ আলী, মো. মাহিন, মো. তুহিন ও মো. বাছিক প্রমুখ। কাউন্সিলর হাসনী খাবার বিতরণকালে কোরবানীগঞ্জ সাহেব পুকুর লেইন যুব কমিটির এই মানবিক কাজের প্রশংসা করে বলেন, উৎসব, দেশের ক্রান্তিকালে যুব কমিটি অবদান রেখে নিজগুণে ধন্য হয়েছে। এই সংগঠনের মানবিক কল্যাণকর কাজগুলো তাকে চরমভাবে আকৃষ্ট করেছে উল্লেখ করে আরো বলেন, বিগত বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগে সাধারণ মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করেছে। তিনি এই সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
কাহি ফাউন্ডেশন : কাহি ফাউন্ডেশন ও কানযুল হিকমার উদ্যোগে ১৫ জুলাই সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভারত সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর গ্রাম মাটিকাটায় বন্যাকবলিত শতাধিক পরিবারে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে। কাহি ফাউন্ডেশনের এ কার্যক্রমে অর্থায়ন করে জার্মান ভিত্তিক বায়িং হাউজ ডেলটেক্স, ফরাজী হাসপাতাল, ইসলামিক স্কলার শায়খ সাইফুল আজম বাবরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কার্যক্রম পরিচালনায় কাহি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সাথে অংশ নেন ফাউন্ডেশনের মুখপাত্র ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ, প্রজেক্ট ডিরেক্টর হাসান মুহাম্মদ শারফুদ্দীন। এ সময় ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ মানবিক কার্যক্রমে অর্থায়ন করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি সুনামগঞ্জসহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোনা, সিলেট ও কিশোরগঞ্জে কাহি ফাউন্ডেশনের পুনর্বাসন প্রজেক্টেও সহযোগিতা কামনা করেন। গোশত বিতরণকালে স্থানীয় সমাজসেবক ও প্রবীণ ব্যক্তি হাজী মুহাম্মদ আবদুল বাছির ও স্থানীয় হলহলিয়া গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মুহাম্মদ শফিক, কুরবানির গোশত বিতরণের জন্য তাদের এলাকাকে বেছে নেয়ায় কাহি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
অঙ্গীকার এসও বাংলাদেশ ফাউন্ডেশন : ‘সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পবিত্রতার অঙ্গীকারে’ এ স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্গীকার এসও বাংলাদেশ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার পবিত্র কুরবানি ঈদে ৬০০ জন ফকির-মিসকিন, অভাবগ্রস্থ, রিকশাচালক, সিএনজিচালক, হকার, ভ্যানচালক, ক্ষুদ্র বিক্রেতাদের জন্য কুরবানির গরুর মাংস দিয়ে তৈরি তেহারি চট্টগ্রাম নগরীর টাইগারপাস, সিআরবি, মতিয়ারপুল, আগ্রাবাদ, দেওয়ানহাট, লালখান বাজার, ওয়াসা, মেহেদীবাগ, কাজির দেউরি ও আন্দরকিল্লা এলাকা গুলোতে বিতরণ করা হয়। এছাড়াও ১০০ জন এতিম শিশুর জন্য মোরগ পোলাও আর ডিম বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি আতিক খান জানান, গত দুই বছর ধরেই অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন কুরবানি ঈদে গরুর কাঁচা মাংস বিতরণ করে আসছে। গতবছর, ৫ টি গরু কুরবানি করে কিন্ডারগার্টেন শিক্ষক, প্রতিবন্ধী পরিবার, হিজড়া সম্প্রদায় আর কমিউনিটি সেন্টারের বয়-বেয়ারাদের মধ্যে বিতরণ করা হয়েছিল। এইবছর রান্না করা মাংসের প্যাকেট বিতরণ করা হয়েছে। মাংস বিতরণ ব্যবস্থাপনায় ছিল সংগঠন এর সম্পাদক হেমায়েত উদ্দিন ডেনিম, সহ সভাপতি শহিদুল ইসলাম মামুন এবং নাজিম উদ্দীন রিফাত, কোষাধ্যক্ষ মোস্তফা আকবর চৌধুরী, গিয়াস উদ্দিন রনি, ইমতিয়াজ জেভিন প্রমুখ।
একেএমবি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও পাহাড়ী নওমুসলিম মাঝে প্রায় দুই হাজার পরিবারে কুরবানীর মাংস বিতরণ করেছেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি)। ধনী-গরিব একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গত ১০ জুলাই ঈদুল আযহার দিনে বান্দরবান উপজাতি নওমুসলিম, রাঙামাটি ,সীতাকুন্ড, ফঠিকছড়ি ও মহেষখালী গভীর পাহাড়ি অঞ্চলে মানুষের মাঝে কুরবানীর মাংস বিতরণ করেন একেএমবি। জর্জিয়া মুসলিম কমিউনিটি ইউএসএ এর অর্থায়নে ও একেএমবি মানবিক বন্ধুদের সার্বিক সহযোগিতায় দ্রুততম সময়ে মাংস পৌছে দেওয়া হয়। কুরবানী কার্যক্রমে উপস্থিত ছিলেন একেএমবির মানবিক কার্যক্রমের গর্বিত অংশিদার জর্জিয়া মুসলিম কমিউনিটি ইউ এস এ এর চেয়ারম্যান মুহাম্মদ ইফতেখার হোসেন চৌধুরী, চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুরে মোস্তফা টিনু, জর্জিয়া মুসলিম কমিউনিটি ইউ এস এর কান্ট্রি ডিরেক্টর আলহাজ শাহাদাত হোসেন চৌধুরী রুবেল, মাওলানা ওয়াহেদ মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম ফাহাদ, নুরুল আলম শিপু, লায়ন মুহাম্মদ এমরান, মুহাম্মদ আনিসুর রহমান, অফিস সচিব মুহাম্মাদ আব্দুল্লাহ, স্বেচ্চাসেবক আমির খসরু রাজু, মুহাম্মদ আবু তাহের, জিসান, তৌহিদ, সেলিম, মিজান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবরফঢাকা অ্যান্টার্কটিকায় হঠাৎ মন্ত্রমুগ্ধ গোলাপি আকাশ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ের হাট-বাজারে পুষ্টি সমৃদ্ধ পাহাড়ি লটকন