বাঁশখালীর শীলকূপ কেন্দ্রীয় চৈত্য বিহারে বৌদ্ধদের দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শীলকূপ কেন্দ্রীয় চৈত্য বিহার প্রাঙ্গণে দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসবের সমাপনী দিনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথেরের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির প্রতিনিধি বাহারছাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, ভদন্ত শাসনবংশ মহাস্থবির, ভদন্ত আর্যপ্রিয় মহাথের। উদ্বোধক ছিলেন কর্মবীর দেবপ্রিয় মহাস্থবির। প্রভাষক সুজন বড়ুয়া ও অমিত বড়ুয়ার যৌথ সঞ্চালনায় সমাপনী দিনের প্রথম অধিবেশনে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান করেন ড. শীলানন্দ মহাথের, ভদন্ত বিনয় পাল মহাথের, ভদন্ত লোকপ্রিয় মহাস্থবির, ভদন্ত ধর্মপাল মহাস্থবির, ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবির, ভদন্ত দয়ানন্দ মহাথেরো। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস কর্মকর্তা সোমেন বড়ুয়া, ছাত্রনেতা মিজান সিকদার, সাংবাদিক আবু বক্কর বাবুল, মোহাম্মদ বাহাদুর, মো. তারেক প্রমুখ।
রাঙ্গুনিয়া সাদিক্যাবিলি সার্বজনীন বৌদ্ধ বিহার : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠান্ডাছড়ি সাদিক্যাবিলি গ্রামের আর্য্যশ্রী সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব বিহার মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সুমনাজ্যোতি মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির কার্যকরী সদস্য লায়ন নিপু বড়ুয়া, সমর বড়ুয়া দোলন, মনিলাল তালুকদার, সোহেল তালুকদার, নিহার রঞ্জন কারবারি, কমলা ধন রংচংগা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শুভাশিষ তনচংগ্যা। উদ্বোধক ছিলেন উপজেলা বৌদ্ধ সমিতির সহ দপ্তর সম্পাদক তরুণ বড়ুয়া।
নানিয়ারচর রত্নাংকুর বন বিহার : রাঙামাটি প্রতিনিধি জানান, ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে রাঙামাটির নানিয়ারচরে রত্নাংকুর বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদরের প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে। দুই দিনব্যাপী ২৫তম দানোত্তম কঠিন চীবর দানে বেইন বুনন সহ, পতাকা উত্তোলন, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ পিণ্ডু দান, বুদ্ধ পূজা দান সহ নানাবিধ দান সহ পঞ্চশীল প্রার্থনা করা হয়। এছাড়াও বিহার অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির ভিক্ষুর শিষ্য সঙ্ঘের মধ্যে ৩জন মহাস্থবির ও ৬জন ভিক্ষু স্থবিরে উত্তীর্ণ হওয়ায় বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির, রত্নাংকুর বন বিহার অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির, জিনবোধী মহাস্থবির, জ্ঞান প্রিয় মহাস্থবির, সত্যপ্রেম মহাস্থবিরসহ বিভিন্ন বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষু সঙ্ঘ মণ্ডলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।