বিভিন্ন স্থানে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালী ক্রিকেট একাডেমি : বাঁশখালী ক্রিকেট একাডেমির উদ্যোগে প্রতি বছরের ন্যায় বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও অসহায়দের মধ্যে সীমিত সাধ্যের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান এবং একাডেমীর পরিচালক সাংবাদিক মোহাম্মদ এরশাদের ব্যক্তিগত পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়। গত সোমবার বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত চাটগামী, সহসভাপতি শাহ মোহাম্মদ শফিউল্লাহ, বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক মোহাম্মদ এরশাদ প্রমুখ।

চকবাজার : মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের নির্দেশে চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর উদ্যোগে বিএনপির নির্যাতিত ও সাধারণ ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) চকবাজার থানা বিএনপি নেতা নুরুল আলম শিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দ্বায়িত্বপ্রাপ) শওকত আজম খাজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মুবিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমেদ, এস এম সিরাজ, নুরুল হাসান টিপু, মো. জসিম, আলমগীর, জসিম উদ্দিন, ওসমান, কামাল উদ্দীন, হিরু, ইলিয়াস জিকু, ইমরান লিটন, আলম, মো. কামাল, সোহেল, সালাউদ্দিন, গিয়াস, রানা, তারেক, ফাহিমসহ নেতৃবৃন্দ।

এইচপিএফ : চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে গত ২৫ মার্চ স্বেচ্ছাসেবী সংগঠন এইচপিএফর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা সজল কান্তি চৌধুরী। সংগঠনের সভাপতি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ফুলকলি গ্রুপের মহাব্যবস্থাপক এম.এ সবুর। মূখ্য আলোচক ছিলেন সরকারি চারুকলা ইনিস্টিটিউট চট্টগ্রাম’র প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন। পবিত্র কোরআন তেলওয়াত করেন মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়শ্রী পাল, উপদেষ্টা শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ, অ্যাড. প্রদীপ কুমার চৌধুরী, প্রফেসর দেবাশিস্‌ রুদ্র, এইচ.এস. জামাল চৌধুরী, মো: মোজাম্মেল হোসেন ফরাজী, শরণ বড়ুয়া, কবি সজল দাশ, সংগঠক স.ম জিয়াউর রহমান, দেবাশীষ দে বাবু, সুজিত মজুমদার। সংগঠনের মহিলা সম্পাদিকা কান্তা দেবনাথ ও মানসী বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের স্বেচ্ছাসেবক মোঃ নুর, মোঃ মানিক, মোঃ মোজাম্মেল হোসেন, বিনতা চৌধুরী, আলতাফ হোসেন, প্রকৌশলী ইরফান মাহমুদ, সুমন চৌধুরী, মোঃ এরশাদ। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক রীতা মারমা, অন্তুজিৎ দাশ, অন্তু দে, শান্তজিত মল্লিক, সপ্ত দে, দিব্যময় রুদ্র, পুলক চৌধুরী, হৃদয় দে, মোঃ রুবেল, মোঃ জাহেদ, মোঃ পারভেজ, মোঃ আরমান, মোঃ আহাদ, মোঃ সামাদ, মোঃ রকি, বাপ্পী দাশ, অভয় চৌধুরী, উৎসব দাশ প্রমুখ।

পতেঙ্গা থানা মৎস্যজীবী দল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পতেঙ্গা থানা মৎস্যজীবী দলের উদ্যোগে মেহনতী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ থানা আহবায়ক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব নুর মোহাম্মদ আকাশের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক হাজী নুরুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ হারুন কোম্পানি, সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদের, মহানগর মৎস্যজীবী দলের ১নং যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান টিটু। আরও বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদাত সায়েম, ওয়ার্ড দপ্তর সম্পাদক মোহাম্মদ শফি, মোঃ ফোরকান, থানার মৎস্যজীবীদল নেতা নেজাম, আলম, শহীদ প্রমুখ।

স্যাভক : পবিত্র রমজান মাসব্যাপী রমজান চ্যারিটির অংশ হিসেবে সাউথ এশিয়ান ভয়েস ফর চিল্ড্রেন (স্যাভক)-এর উদ্যোগে স্যাভক ফ্রি স্কুলিং চান্দগাঁও চট্টগ্রাম শাখার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রথম ধাপে শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ অনুষ্ঠান স্যাভকের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন টিম লিডার আবদুল্লাহ মহসিন, আবদুর রাজ্জাক রুবেলসহ স্যাভকের ভলান্টিয়ার টিমগণ।

স্যাভক রমজানের শুরু থেকে সমাজের এতিম ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ, ইফতার প্যাক বিতরণ, শিশুদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেন।

হাসি’ : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আনোয়ারা ভিংরোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার দুঃস্থ অসহায় ও এলাকাবাসির মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সামাজিক ও সেবামূলক সংগঠন “হাসি”। আনোয়ারা ভিংরোল পশ্চিম পাড়া ভাই ভাই সমিতির তত্বাবধানে “হাসি’র প্রতিষ্ঠা চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহ উদ্দীন মুন্নাহ’র সার্বিক সহযোগিতায় প্রতিবছরের মতো বহু সংখ্যক মানুষকে এ সহায়তা করা হয়। ভিংরোল ভাই ভাই সমিতির উপদেষ্টা মুহাম্মদ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ভাই ভাই সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুলু, আবদুল মোতালেব ডিলার, আলি আক্কাস, আনোয়ারুল আলম, মোস্তাক আহমদ টিপু, আবদুর রহমান, মোসলেম উদ্দিন, নুর মোহাম্মদ, নুরুল আলম। মফিজ উদ্দীন রানার সঞ্চালোনায় এতে আরো উপস্থিত ছিলেন হাসি’র সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, হাসির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমির উদ্দীন, মুহাম্মদ তাহসিন, সাঈদুল হাসান সামি, মোঃ ইরফান, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ তাসলিম প্রমুখ।

হযরত খদিজাতুল কোবরা (রা.) বালিকা এতিমখানা : চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের হযরত খদিজাতুল কোবরা (রা.) বালিকা এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে গত সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা মোহাম্মদ মোছলেহ উদ্দিন কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, সাংবাদিক কে এম নাসির উদ্দিন, সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মিজানুর রহমান, মুফতি মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ, সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মুহাম্মদ আজিজুল হক, বদরুল ইসলাম সিকদার, মাস্টার গিয়াস উদ্দিন বাবুল, মাওলানা জাফর আলম, মাওলানা আব্দুল মালেক জিহাদী, জাকের সওদাগর, হাফেজ আহমদ হোসেন, রুহুল আমিন টুক্কু, মাওলানা মোহাম্মদ শাহ জাহান,হাফেজ মাওলানা রুস্তম,হাফেজ মাওলানা নাসির উদ্দিন, হাফেজ মোহাম্মদ হোসাইন, হাফেজ নুরুল ইসলাম, হাফেজ মাওলানা কাউসার, হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।

জাতীয়তাবাদী পেশাজীবী দল : ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠান এস এম পাইলট উচ্চ বিদ্যালয় রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ সেলিম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট মোঃ আমজাদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ..ম মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি ছায়েদুল হক ছাদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, শাহজাহান বাদশা, শাহআলম হাওলাদার, মোঃ ইউছুপ মানিক, ফজলুল করিম প্রমুখ।

ছনহরা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত সোমবার পটিয়ার উপজেলার ১৫ নং ছনহরা ইউনিয়ন অন্তগত দক্ষিণ ছনহরা ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস সওদাগরের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া পৌরসভা বিএনপি নেতা গাজী আবু তাহের, মোজাম্মেল হক চৌধুরী, ইসলাম মেম্বার, দিদারুল আলম, মোহাম্মদ ইলিয়াস, হাবিবুর রহমান রিপন, মোঃ এরশাদ, ওবায়দুল হক রিকু, এস এম নয়ন, কামরুল হাসান জুয়েল, আবু তাহের, কাজী ইয়ামন, রজোউল কমি আলমদার, মীর মদ, আবদুস সবুর, আবদুল কাদের জুয়েল প্রমুখ।

১৯ নং ওয়ার্ড যুবদল : ১৯নং দক্ষিণ বকলিয়া ওয়ার্ড যুবদলের উদ্যোগে নগরীর বাকলিয়ার বৌবাজার এলাকায় মো. নজরুলের উপস্থাপনায় বাকলিয়া থানা যুবদল নেতা জাকির হোসেনের সভাপতিত্বে দুস্তদের মাঝে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন ছৌ, নগর যুবদলের সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, চকবাজার থানা যুবদলের সাবেক সিনয়র যুগ্ম আহবায়ক সোহেল, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন মো: মহাসিন, মো: ইউনুস, মো: আকতার, মো মাইনুউদ্দিন, মো: রাসেল, মো: নবী প্রমুখ।

১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদল : ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদলের ইফতার মাহফিল ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড যুবদল নেতা মো. ফরিদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। মো. ইউনুসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। বিশেষ অতিথি ছিলেন মো. জসিমউদ্দীন। উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম নীরব, মাওলানা জাফর আহমদ, নাছির উদ্দিন চৌধুরী, নগর যুবদল নেতা জাবেদুল হক, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, মো. জাকির হোসেন, সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, মো. রায়হান, মো. মিজান, মনজুর মোরশেদ, কাজল, নেজাম, জাবেদ, মোজাম্মেল, মাহিন, আবীর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও জনগণের জন্য কাজ করে গেছে
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন