বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবীর (সা.) র‌্যালি ও মাহফিল

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:১৫ অপরাহ্ণ

মঈনুল হাদী মাইজভান্ডারী যুব ফোরাম : প্রিয় নবীজির (সা.) আগমনী মাস মাহে রবিউল আউয়াল উপলক্ষে মঈনুল হাদী মাইজভান্ডারী যুব ফোরাম চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) ও যুব সমাবেশ ২৯ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

বাদ জুমা বিশাল জুলুসটি নগরীর প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে অলংকার মোড় হয়ে সাগরিকা সরাইপাড়া বার আউলিয়া কনভেনশন হলে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। জুলুসে নেতৃত্ব দেন মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হাদী মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ তানবীর হাদী মাইজভান্ডারী (মা.) আল হাসানী, ওয়াল হোসাইনী।

জশনে জুলুসে কলেমা খচিত পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন ছাড়াও বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা বহন করে অংশগ্রহণকারীরা। ‘নারায়ে তকবির, নারায়ে রেসালত’য়ের স্লোগানে স্লোগানে নগরীর রাজপথ মুখরিত করে তোলেন নবীপ্রেমিকরা। এতে প্রধান অতিথি আল্লামা সৈয়দ তানবীর হাদী বলেন, প্রিয় নবীর (.) দুনিয়ায় শুভাগমন জগৎবাসীর জন্য আল্লাহ পাকের বড় অনুগ্রহ ও রহমত। তাই প্রিয় নবীর (.) শুভাগমনে খুশি প্রকাশ করা কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ। এতে প্রধান বক্তা ছিলেন জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সমন্বয়ক সুফী গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারী। বক্তব্য রাখেন মঈনুল হাদী মাইজভান্ডারী যুব ফোরাম চট্টগ্রাম মহানগরের আহবায়ক ডা. মো. মোজাহিদ মাইজভান্ডারী, উপদেষ্টা মো. আালমগীর মাইজভান্ডারী, সদস্য সচিব জিয়াউল আজিম সুমন, পাহাড়তলী বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সেকান্দর হোসেন আল কাদেরী, পতেঙ্গা মঈনুল কবির হাফেজ জান আলী শাহ আদর্শ মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসার মাওলানা মাহবুবুল আলম আল কাদেরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী চট্টগ্রাম মহানগর সভাপতি ইমাম শরীফ মাইজভান্ডারী, পাহাড়তলী বাজার কমিটির মো. শাহাজাহান, বক্কর, মো. মহিউদ্দিন মাইজভান্ডারী, এস এম সাজ্জাদ আলম মুন্না, মো. বেলাল মাইজভান্ডারী প্রমুখ।

গাউছিয়া সমিতি রাঙ্গুনিয়া উপজেলা : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, গাউছিয়া সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষ্যে বিশাল র‌্যালী বুধবার (২৭ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি পোমরা বুড়ির দোকান থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের কর্ণফুলী জুটমিল পর্যন্ত প্রদক্ষিণ করে পুণরায় পোমরা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মৌলানা সৈয়দ মছিহুদ্দৌলা (মা.জি.)। প্রধান বক্তা হিসেবে ছিলেন গাউছিয়া যুব সমিতি কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা মা.জি.আ। এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে জুলুস উপলক্ষে এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে গাউছিয়া সমিতির কর্মীরা পোমরা বুড়ির দোকান এলাকায় সমবেত হতে থাকেন। দশটার দিকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জুলুসটি শুরু করা হয়। জুলুসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, গাউসিয়া সমিতির পতাকা, বিভিন্ন আহবান সম্বলিত প্ল্তেকার্ড, ফেস্টুন ছিলো। পরে সমাবেশ শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

ওষখাইন বিশ্ব নুর মনজিল রজায়ী দরবার শরীফ : ওষখাইন বিশ্ব নুর মনজিল রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন ও রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ চেয়ারম্যান মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ীর নেতৃত্বে গতকাল শনিবার সকালে জশনে জুলুস বের করা হয়। ওষখাইন দরবার প্রাঙ্গণ থেকে জশনে জুলুস বের হয়ে চন্দনাইশ সাতঘাটিয়া পুকুর পাড় নালাইনে মোস্তফা (.) তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, গাছবাড়িয়া কলেজ গেট হয়ে পূর্ব মুহাম্মদপুর বাইতুল্লাহ্‌ জামে মসজিদে এসে জমায়েতে মিলিত হয়। জুলুসে যোগ দেন মাদ্রাসার ছাত্র, দরবারের ভক্ত মুরিদান ও স্থানীয় মুসল্লিরা। সবার মুখে মুখে ছিল দরুদ শরীফ, জিকির ও নাতে রাসূলসহ ইসলামি স্লোগান। আর হাতে ছিল দরবারের পতাকা ও কলেমা খচিত পতাকা। জুলুস শেষে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন পীরজাদা খোরশেদ উল্লাহ রজায়ী। মাহফিলে আলোচনা করেন অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, মুফতি আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী, শাহজাদা মুহাম্মদ ইমাম উদ্দিন রজায়ী, মাওলানা আবু ইউসুফ নুর আল কাদেরী, শাহজাদা নাঈম উদ্দিন রজায়ী, মাওলানা মোহাম্মদ কামরুদ্দিন নূরী,পীরজাদা রবিউল হোসেন, খাইরুল বশর সিদ্দিকী ফয়সাল, শাহজাদা সারওয়ার হোসেন মিরু, শাহজাদা মোরশেদ আলম রজায়ী, মোহাম্মাদ রফিক, রেজাউল করিম রাসেল, মোহাম্মাদ নেজাম, শাহজাদা আশেকুর রহমান, সাইমন রজায়ী, আব্দুল আউয়াল শওকত মোহাম্মদ সালাহউদ্দিন। মিলাদ কিয়াম শেষে দেশ জাতি মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা নাঈম উদ্দীন রজায়ী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালনা পর্ষদের সভা
পরবর্তী নিবন্ধতৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে