মুক্তকন্ঠ ক্লাব : পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের উদ্যোগে গতকাল রবিবার বাদে আছর মিলাদ মাহফিল বাইতুল ইজ্জত জামে মসজিদে সম্পন্ন হয়। মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদ–এ–মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির চেয়ারম্যান এড. মাহাবুব আলম। এতে প্রধান অতিথি ছিলেন বায়তুল ইজ্জত জামে মসজিদের খতিব মাওলানা এইচ এম ইয়াকুব। এ সময় উপস্থিত ছিলেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি মো. আয়াজ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. আবু সরোয়ার বাবুল, সদরঘাট থানার বিএনপির সহ সভাপতি মো. এরশাদ উল্লাহ কোরাইশী, বাইতুল ইজ্জত জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভুলু, মো. সেলিম, সাবেক ফুটবলার মো. সেলিম, সংগঠনের উপদেষ্টা সদস্য আবদুল মোতালেব মুন্সী প্রমুখ।
আহলে সুন্নাত ওয়াল জামাত : আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ও রেযায়ে মোস্তফা (দঃ) ট্রাস্টের সার্বিক সহযোগিতায় দারোগারহাট দক্ষিণ শাহ্–মিরপুর কর্ণফুলীতে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৯ রবিউল আউয়াল জুমাবার পটিয়া ফকিন্নিরহাট থেকে শুরু হয়ে গাউসিয়া শাহ্ আমিন দাখিল মাদ্রাসা মাঠ ময়দানে এসে সমাপ্ত হয়। এতে ছদারত করেন– আল–আমিন হাশেমী দরবারের সাজ্জাদানশীন আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মাঃজিঃআ)। উপস্থিত ছিলেন মাওলানা ফখরুদ্দীন আল কাদেরী, মাওলানা মহিউদ্দিন আল কাদরী, মাওলানা এয়াকুব আলী ফারুকী, মাওলানা ইমরান হোসাইন আল কাদেরী।
আমির ভাণ্ডার দরবার : আমির ভাণ্ডার দরবার শরীফ ২২তম ১২দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী (সা.) ও সালাওয়াতে রাসুল (সা.) মাহফিল গত বৃহস্পতিবার মাহফিলের নবম দিবসের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দরবার আল আল আমিন হাশেমীর সাজ্জাদানশীন আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ছাদেকুর রহমান হাশেমী। আলোচনা পেশ করেন মাওলানা মুফতী সৈয়দ নেওয়াজুল হক চিশতী, মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন নুরী, মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দিন মাইজভাণ্ডারী। আওলাদে আমিরভাণ্ডারীর মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ শামসুদ্দোহা আমিরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ আছরার এ আমির আমিরী, শাহজাদা সৈয়দ মাহতাব হোছাইন আমিরী। মিলাদ কিয়াম পরিচালনা করেন শাহজাদা মাওলানা সৈয়দ শরফুজ্জমান আমিরী। দরুদ শরীফ হাদিয়া পেশ করেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী। হামদ ও নাত পরিবেশন করেন মুহাম্মদ নজরুল ইসলাম, শায়ের মুহাম্মদ সাকিব। সঞ্চালনায় ছিলেন মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী।
মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিল : ফটিকছড়ি প্রতিনিধি জানান, মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের হোসাইনী ময়দানে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত ১০ রবিউল আউয়াল শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী প্রকাশ ছোট হুজুরের (ম.) সভাপতিত্বে আনজুমান–এ–মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটি ও খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মাওলানা সৈয়দ তানজীদ হোসাইনের সঞ্চালনায় মাহফিলে অংশগ্রহণ করেন, আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম আল কাদেরী, আল্লামা ইব্রাহিম কাশেম কাঞ্চনপুরী, আল্লামা কাজী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী, শাহজাদা সৈয়দ নইমুদ্দিন হাশেমী, আল্লামা বশিরুল আলম মাইজভান্ডারী, আল্লামা ওমর ফারুক নঈমী, আল্লামা সাইফুল্লাহ্ ফারুকী, আল্লামা সোহরাব হোসেন জালালী, শাহজাদা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী, প্রফেসর সৈয়দ শফিউল গণী চৌধুরী প্রমুখ।
সৈয়দবাড়ি দরবার : গাউসিয়া সমিতি বাংলাদেশ ও সৈয়দবাড়ি দরবারের উদ্যোগে গতকাল রবিবার ফটিকছড়িতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়েছে। আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে সকাল ৮টায় শুরু হওয়া এই জুলুসে নেতৃত্ব দেন সৈয়দবাড়ি দরবারের সাজ্জাদানশিন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। মুহাম্মদ তকির হাট, জাহানপুর, আজাদী বাজার, সমিতির হাটসহ বিভিন্ন এলাকায় ঘুরে ও পথসভা শেষে বাগে হুদা মনজিল প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক গবেষক–ইসলামী চিন্তাবিদ আল্লামা এম.এ মান্নান। মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ চট্টগ্রাম নগর সভাপতি আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া। ঈদে মিলাদুন্নবীর (দ) তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনায় অংশগ্রহণ নেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়দ তৌসিফুল হুদা, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবেদী, আল্লামা জসিম উদ্দিন আলকাদেরী, আল্লামা হাফেজ আব্দুল হাই, জহির আহমদ চেয়ারম্যান, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ আব্দুল হাকিম, জহির উদ্দিন বাবর, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ শাহজালাল, হাফেজ মাওলানা নাছির উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম রেজভী, মাওলানা মুহাম্মদ নাছির, আনোয়ার সওদাগর, আবুল হাশেম, সৈয়দ মাহমুদ হোসাইন, হাফেজ মাওলানা শামসুল আলম প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)।
বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা : হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে ২৯ তম জশনে জুলুস, হামদ নাত, কেরাত, প্রিয় নবী (সা.) জীবন বিষয়ক কুইজ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল দশটায় মাদ্রাসা ময়দান থেকে কয়েক হাজার শিক্ষক–শিক্ষার্থী এবং এলাকাবাসির অংশগ্রহণে জশনে জুলুস বের করা হয়।
অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সদারতে জুলুসটি কাপ্তাই সড়কের নজুমিয়াহাট, কুয়াইশ শেখ মুহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ হয়ে প্রায় চার কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় মাদ্রাসা ময়দানে এসে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিলে মিলিত হয়।
অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে জিয়াউল উলুম মাদরাসা মিলনায়তনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় শিক্ষার্থী মুহাম্মদ মামুনুর রশীদের সঞ্চালনায় বক্তব্য দেন আল্লামা কাজী আ ন ম মন্জুর হায়দার সিদ্দিকী, এম লোকমান হাকিম মেম্বার, শেখ ফয়েজুল্লাহ আহমদ, ইয়িলাস মুহাম্মদ শোয়াইব, মনজুরুল কাদের, মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা সাইদুল ইসলাম পাটোয়ারী, মাওলানা শওকতুল ইসলাম, আরিফুল মুস্তফা, মোহাম্মদ আনোয়ার হোসেন,মিসেস আসমা তৈয়বা, মোহাম্মদ রেজাউল করিম,সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, রুহুল কাদের চৌধুরী, আবু হেনা মুহাম্মদ সৈয়দ নুর, পেয়ার মুহাম্মদ, হাফেজ আবদুল নুর, সহকারি শিক্ষক মাসুদ পারভেজ,সালেহা বেগম প্রমুখ।