বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন : পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও পরিষদের ১ যুগ পদার্পণ উপলক্ষে ২ দিনব্যাপী ১২তম আজিমুশশান মাহফিল বুধ ও বৃহস্পতিবার নগরীর ৩৮নং ওয়ার্ডের ধুপপুলের লোহারপুলস্থ মসজিদএ গাউসুল আজমে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন ড. আল্লামা শাইখ মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী। প্রধান আলোচক ছিলেন ইসলামী গবেষক ও লেখক আল্লামা মোহাম্মদ নিজাম উদ্দিন নোমানী। এতে সভাপতিত্ব করেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের সভাপতি মুহাম্মদ ছালেহ আলম। সংগঠনের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ছগির আহমদ আল কাদেরী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বন্দর থানার সভাপতি মুহাম্মদ আলম রাজু, সাধারণ সম্পাদক মাওলানা আবু ছালেহ আনোয়ারী, মাওলানা সেলিম রেজা, মাওলানা সোলাইমান। উপস্থিত ছিলেন বশির আহমদ, সেলিম, হাবিবুল ইসলাম, হাসান রাসেল, কাউসারুল ইসলাম সোহেল, শওকত, ইয়ার মুহাম্মদ ইমু। হামদনাত পরিবেশন করেন শায়ের মোহাম্মদ শহীদুল ইসালম মিনহাজ ও শায়ের মোহাম্মদ সাকিব রেজা।

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা : চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহর খাজা রোড, বাদামতলস্থ ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল ও পুরস্কার বিতরণ ১১ অক্টোবর মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলায়মান আনছারী। তিনি বলেন, মহানবী (.) সমগ্র জাহানের জন্য শ্রেষ্ঠতম রহমত তথা রাহমাতুল্লিল আলামীন। তাঁর অনুপম আদর্শের মাঝে শান্তি ও মুক্তি নিহীত। এতে বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জয়ন্ত বাড়ৈ। সহকারী শিক্ষক হাসান ইমামের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কাজী মুরি রহমান। উপস্থিত ছিলেনমাওলানা হাফেজ আবু তৈয়ব, মাও: আবুল হোসাইন, ইফফাত জাহান, মাস্টার মুনিরুল হাসান, রুমা আকতার, তাসনুভা ইসলাম, মাওলানা আমিরুল ইসলাম চৌধুরী, মাষ্টার রেজাউল করিম, মাস্টার ইসমাইল প্রমুখ।

অভয়মিত্র ঘাট বন্দর কলোনি জামে মসজিদ : গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় অভয়মিত্র ঘাট বন্দর কলোনি জামে মসজিদে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবি (.) উপলক্ষে আলোচনা ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা চট্টগ্রাম বন্দরের উপপ্রধান প্রকৌশলী মো: মোস্তফা ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ৯টি ইভেন্টে ১৫০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ উত্তর প্রধান আলোচকের বক্তব্য রাখেন মসজিদের খতিব ড. হাফেজ মুফতি মুহাম্মদ নুর হোসাইন। এতে উদ্বোধকের বক্তব্য রাখেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহসভাপতি শহিদুল আমীন, সেক্রেটারি সিরাজ উদ্দিন চৌধুরী, সহসেক্রেটারি কলিম উল্লাহ, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, সদস্য শহিদুল ইসলাম, কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, হোসেন সওদাগর প্রমুখ।

আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্র : রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী গ্রামে শাহ আবদুল মালেক আল কুতুবী মুহিউদ্দিনের (রহ.) মাসিক ওরশ, ফাতেহা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) মাহফিলের আয়োজন করেছে আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্র। এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুতুব শরীফ দরবার কুতুবদিয়ার প্রধান উপদেষ্টা হযরত আল্লামা শাহজাদা এম.এম. মুনিরুল মান্নান আলমাদানী (মা.জি..)

গতকাল শুক্রবার সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কুতুব শরীফ দরবার কর্তৃক অনুমোদিত আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্রের পরিচালক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আউলিয়া কেরামের শানে ওয়াজ মাহফিলের সূচনা করেন প্রধান মেহমান বড় শাহ্‌জাদা ও কুতুব শরীফ দরবার, কুতুবদীয়ার প্রধান উপদেষ্টা মাওলানা এম, এম মন্নান আল কুতুবী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ শেখ আখতারুল হক আল কুতুবী (মা.জি..), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুহাম্মদ ফখরউদ্দীন আলকাদেরী (মা.জি..)। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আরিফুল ইসলাম আলকাদেরী খতিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদা এম. এম. মুনিরুল মান্নান আল মাদানী (মাঃজিঃআঃ)। তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

নালাপাড়া দরবারে জিলানী : উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও হযরত মাকদুম আলী আহমদের ওরশ স্মরণে মিলাদ মাহফিল ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন হযরত শাহ সুফী মোহাম্মদ জুনাইদ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হালিশহর মাদ্রাসাতৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবি যুক্তিবাদী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ জসীম উদ্দীন আল কাদেরী, মাওলানা মোহাম্মাদ রবিউল ইসলাম, শাহজাদা জাবির বিন জুনাইদ।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক শ্রেণিই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভ্যানগার্ড
পরবর্তী নিবন্ধআব্দুল মুবারক হোসেন