আমানত খান (র🙂 দরবার : হযরত শাহছুফি আমানত খান (র🙂 দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে ১২ দিনব্যাপী তকবীর ও মিলাদ মাহফিলের আখেরী মোনাজাত করেন সাজ্জাদানশীন মোতওয়াল্লী হযরতুলহাজ্ব শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লা খান (মাঃজিঃআঃ)। ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল বাবাজান সাজ্জাদানশীন মোতওয়াল্লী শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লা খানের (মাঃজিঃআঃ) ছদারতে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাহজাদা ফরিদ উদ্দীন খান, শাহজাদা আহম্মদ উল্লা খান, মৌলানা তবারক আলী শাহজাদা ফৌজুল আমানত খান, শাহজাদা মুহাম্মদ নুরউল্লা খান, শাহজাদা হাফেজ মৌলানা মাহমুদ উল্লা খান, শাহজাদা মুহাম্মদ আহছান উল্লা খান প্রমুখ।
বোয়ালখালী মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও মহান ২৬ শে আশ্বিন বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বোয়ালখালী সাংগঠনিক সমন্বয়কারী ও সকল শাখা কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে জসনে জুলুস, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার আদর কমিউনিটি সেন্টার থেকে জশনে জুলুছের শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদর ক্লাবে এসে শেষ হয়। নানা সাজে সজ্জিত বিভিন্ন ইসলামিক ব্যানার–ফেস্টুন, পতাকা হাতে নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মিছিলে যোগ দেন। বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। মোস্তফা কামালের সঞ্চালনায় এছাড়াও অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, মাইজভান্ডারী গাউছিয়া হক ভান্ডারী কেন্দ্রীয় পরিষদের সদস্য নুরুল করিম নুরু, আবদুল আজিজ ভান্ডারী, মাসরাসা এ গাউসুল আজম মাইজভান্ডারীর আরবী প্রভাষক মাওলানা মুজিবুল হক মাইজভান্ডারী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সমন্বয়কারী নুরুল ইসলাম অডিটর, নুরুল হক ফকির, জানে আলম মাস্টার, বেলাল মোহাম্মদ সাইফুদ্দীন, আলি আকবর, জামাল উদ্দিন, রেজাউল করিম রুবেল সহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে মিলাদ মাহফিলে দেশ জাতি ও মুসলিম উন্মাহ শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
দাওয়াতে ইসলামি বাংলাদেশ : কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী দ্বীনি ও সুফিবাদী সংগঠন দাওয়াতে ইসলামি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদসহ ৮টি বিভাগের বিভাগীয় শহরসহ জেলা শহর গুলোতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দরুদ) উদযাপন উপলক্ষে ২৭ অক্টোবর ৪০টি সুবহে বাহারা (ঈদে মিলাদুন্নবীর মাহফিল) একযোগে অনুষ্ঠিত হয়। পরের দিন ১২ই রবিউল আউয়াল সকাল আটটায় চট্টগ্রাম সিটির নিগরান শওকত আলী আত্তারীর নেতৃত্বে জমিয়তুল ফালাহ মসজিদ থেকে হাজারো আশিকে রাসূলদের জুলুস বের হয়ে লালদিঘী শাহী মসজিদে দাওয়াতে ইসলামি বাংলাদেশের বহির্বিশ্ব বিষয়ক সম্পাদক মোঃ কামাল আত্তারী দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বের মজলুম মুসলমানদের জন্য আবেগঘন দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করেন। মাহফিলে বক্তারা বলেন – নিশ্চয় নবী (দরুদ) সর্বোত্তম চরিত্রের অধিকারী আর শান্তি ও মুক্তির একমাত্র দিশারি প্রিয় নবী হলেন রব্বুল আলামিনের রহমত সমস্ত সৃষ্টি জগতের জন্য। সারাদেশে একযোগে আয়োজিত এসব মাহফিলে নফল রোজার জন্য কমবেশ ৩০,০০০ হাজার মুসল্লীর সেহরির আয়োজন করা হয়েছে।
আমির ভাণ্ডার দরবার সালাতু সালাম মাহফিল : আমির ভাণ্ডার দরবারে ১২দিনব্যাপী ২১তম প্রিয় নবীর হিজরত ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খতমে সালাওয়াতে রাসুল মাহফিলের সমাপনী দিবস সম্পন্ন হয়েছে। ২৭ সেপ্টেম্বর বাদ আসর পবিত্র কুরআন শরীফের খতম আদায়, হামদ, নাতে রাসুল ও মানকাবাত পরিবেশনের মাধ্যমে শায়ের মেরাজ রেজা কাদেরীর সঞ্চালনায় মাহফিল আরম্ভ হয়। এবছর মাহফিলে সর্বমোট ১২টি দুরুদ শরীফের খতম আদায় করা হয়েছে। আল্লামা শাহসুফি সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরভাণ্ডারীর সভাপতিত্বে মাহফিলের মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে গাউসুল আজম শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী ও ছাহেবজাদা আওলাদে গাউসুল আজম ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। উপস্থিত ছিলেন আওলাদে আমিরভাণ্ডারী শাহসুফি সৈয়দ মামুন রশীদ আমিরী, সৈয়দ করিমুল মোস্তফা আমিরী, শাহসুফি মাওলানা সৈয়দ শামুন রশীদ আমিরী, শাহসুফি সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহসুফি সৈয়দ মুহাম্মদ নুরুল হুদা আমিরী, মাওলানা সৈয়দ ফোরকানুল হক আমিরী, মাওলানা সৈয়দ নঈমুল মোস্তফা আমিরী, মাওলানা সৈয়দ আমির উদ্দিন আমিরী, মাওলানা সৈয়দ মোজাম্মেল হক আমিরী, মাওলানা সৈয়দ আশরাফুজ্জামান আমিরী। সমাপনী বক্তব্য রাখেন সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী। বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম অডিটর, মুহাম্মদ নুরুল আনোয়ার, মুহাম্মদ আব্দুল্লাহ রায়হান, মুহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী আমিরী, শাহজাদা মীর মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী কাদেরী, মাওলানা মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ নুরুল করিম বাদল, মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ আবদুল কুদ্দুস, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ আবদুল মালেক। তকরীর পেশ করেন আল্লামা মুফতি ইব্রাহিম আলকাদেরী, আল্লামা সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, পীরজাদা আল্লামা শেখ সাইফুল্লাহ ফারুকী, আল্লামা মোরশেদুল হক আল কাদেরী, মাওলানা মুহাম্মদ শাহজাহান আল কাদেরী। মিলাদ কিয়াম পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ ও শায়ের মুহাম্মদ শওকত আলী ইরফান। আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী। কোরআন শরীফের খতম আদায় করেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও আমির ভাণ্ডার বশরীয়া এতিমখানার ছাত্রবৃন্দ।
রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা : রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরিফে সাজ্জাদানশিন আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ (মজিআ) এর নেতৃত্বে শুক্রবার সকালে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ) অনু্ষ্িঠত হয়েছে। বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় বেতাগী আস্তানা শরিফ থেকে জশনে জুলুস শুরু হয়ে রাঙ্গুনিয়ায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাউজানে সুলতানুল আউলিয়া শাহসুফি আশরফ শাহ (রহ) এর মাজার শরিফ প্রাঙ্গণে গিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পুনরায় সেখান থেকে জশনে জুলুস রওয়ানা হয়ে বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা মাঠে জমায়েত অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারে বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশিন আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন আল্লামা গাজী সৈয়দ ইমাম আজিজুল হক শেরে বাংলা (রহ) দরবার শরিফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ আমিনুল হক আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ, অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবেদী, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ, শাহজাদা ওবাইদুর রহমান পেটান শাহ, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা হাফেজ আবদুল হাই, অ্যাডভোকেট এসএম রেজাউল করিম বাবর, মাওলানা দিদারুল আলম চৌধুরী, শাহজাদা জামাল উদ্দিন আশরাফী, মাওলানা শায়ের ফয়েজ উল্লাহ, মাওলানা আবদুস সালাম, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আবু জাফর, মাওলানা হাফিজুর রহমান রুমি, মাওলানা আরিফুর রহমান রাশেদ, গাজী মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আলম শাহ, ডা. মুহাম্মদ ইউসুফ, আবুল হাশেম কন্ট্রাক্টর, মাস্টার সাইফুর রহমান, বখতিয়ার সওদাগর, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম কাউসার, মুহাম্মদ শাহজাহান খান, মুহাম্মদ জাহাঙ্গির আলম, মুহাম্মদ মহসিন খান, মুহাম্মদ হোসেন মাতবর প্রমুখ।
চান্দগাঁও আহলে সুন্নাত : আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চান্দগাঁও মাহরা ৫নং ওয়ার্ডের ব্যাবস্থাপনায় জশনে জুলুসে ঈদ–এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে এক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি ২২ সেপ্টেম্বর কাপ্তাই রাস্তার মাথা মোড়ে চট্টগ্রাম মহানগর আহলে সুন্নাতের সভাপতি আল্লামা শাহ নুর মুহাম্মদ আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহির সিগনাল দরবার–এ বারীয়া শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ সামসুদ্দোহা বারী (মজিআ)। বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা সৈয়দ সাইফুল ইসলাম বারী, মাওলানা উ.ম.ম. মুনির হোসাইন, চান্দগাঁও থানা আহলে সুন্নাতের সভাপতি হাফেজ ডক্টর মহিউল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান, মাওলানা আবদুল মাজেদ, মাওলানা গাজি নিজাম, মোহরা ৫নং ওয়ার্ড আহলে সুন্নাতের সভাপতি কাজি মুহাম্মদ মহিউদ্দিন, ছাত্রসেনা নেতা মুহাম্মদ মোবারক, আল আমিন রেজা, আবদুর রহমান, শেখ মুহাম্মদ নিজাম উদ্দীন, রাজনীতিক যুবনেতা তারিকুল ইসলাম চৌধুরী তানিম, কাজি তাসকিরুল আলম, নাজিমুদ্দিন প্রমুখ। সমাবেশে আল্লমা সৈয়দ সামসুদ্দোহা বারী বলেন, দেড় হাজার বছর আগে প্রিয় নবী (দ.) দুনিয়া তসরিফ এনেছেন আল্লাহর প্রদত্ত সৃষ্টির রহমতরূপে। যা মুমিনের জন্যে মহা নিয়ামত। আর নিয়ামতের শুকরানা আদায় করা আল্লাহর হুকুম। তাই রবিউল আউয়াল মাসে নিয়ামতের শুকরিয়া আদায় করার মানসে চট্টগ্রাম নয় শুধু, দেশ–বিদেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় জশনে জুলুসে ঈদ–মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।