পমা : আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে গত সোমবার নগরীর একটি রেস্টুরেন্টে পরিবেশ মানবাধিকার আন্দোলন–পমা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, বাংলাদেশকে মানবদেহের সঙ্গে তুলনা করলে নদীগুলো তার ধমনী, শিরা ও উপশিরা। ধমনী, শিরা ও উপশিরা ছাড়া মানুষ যেমন বাঁচে না, তেমনি নদী ছাড়াও বাংলাদেশ বাঁচতে পারে না। কিন্তু দুঃখজনকভাবে আমাদের স্বার্থান্বেষী অপকাণ্ডে অসংখ্য নদ–নদী ইতোমধ্যে হারিয়ে গেছে। বাকিগুলোও দখল–দূষণে হারিয়ে যেতে বসেছে। বিষাক্ত সব রাসায়নিক এবং প্লাস্টিক ও পলিথিনের দূষণে নদীগুলো ভয়ংকর দুর্দশার সম্মুখীন হয়েছে। আমাদের অস্তিত্বের স্বার্থে নদী রক্ষায় মনোযোগ দিতে হবে। পমা’র চেয়ারপারসন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) মো. জাকারিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, আমিনুর রশীদ কাদেরী, অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, কলামিস্ট মুহাম্মদ মুসা খান, নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন, অধ্যাপক শাব্বির আহমদ, মাওলানা জসিম উদ্দিন মাহমুদ, শিক্ষানুরাগী মো. সায়েফ উল্লাহ, কবি ইমরুল কায়েস, রেজাউল করিম ভুট্টো, মঈনুদ্দিন কাদের লাভলু, রেজাউল করিম বাবলু, অধ্যক্ষ অর্পিতা নারগিস, প্রফেসর ফাতিমা তানসি, কথাসাহিত্যিক অধ্যাপক মো. দিদারুল আলম, মো. রোকন উদ্দিন ও সঙ্গীতশিল্পী আবুল কালাম।
চিটাগাং এক্স শাহীন : চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশপনের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল গতকাল রেডিসন ব্লু চট্টগ্রামের মোহনা হলে অনুষ্ঠিত হয়। সংগঠন সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন সালেহ আহম্মেদ খান, বিশেষ অতিথি ছিলেন বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, কলেজের উপাধ্যক্ষ তাসলিমা বেগম, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অঞ্জন কান্তি দাস, বিমল চক্রবর্তী, রওশন আক্তার, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সৈয়দা শামসুন নাহার বাবলী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নাসরিন বানু, শাহনাজ ইসলাম, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আইভী হাসান। বক্তব্য রাখেন মোহাম্মদ মাহমুদ আলম, মোশতাক আহমদ তালুকদার, জাফর ইকবাল, সৈয়দা নারগিস সুলতানা বীনু, মোহাম্মদ জাহিদ বুলবুল, ডাঃ তারেক আহমেদ, মোঃ রেজাউল করিম রাশেদ, ক্যাপ্টেন ইয়াছির আরাফাত, মোঃ রাশিদুল হাসান চঞ্চল, একেএম আবুল বাশার সোহেল, সদরুল আমিন, মোঃ মুহিদুল ইসলাম আরকান, মোঃ ফয়সাল আহমেদ দোলন, লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম, মাশরুর হাসান, ইসমত আরা বেগম রুমা, এডভোকেট আবু আনিস খান, গাজী মহিউদ্দিন প্রমুখ।
গণ্ডামারা–বড়ঘোনা উন্নয়ন ফোরাম : ‘এসো মিলিত হই, ভ্রাতৃত্বের বন্ধনে’ স্লোগানে চট্টগ্রামস্থ গণ্ডামারা–বড়ঘোনা উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নগরীর নতুন ব্রিজ এলাকার নবাবীয়ানা রেস্তোরাঁয় গতকাল শুক্রবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করের ফোরামের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম আকবর। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউএসটিসি শিক্ষার্থী এসকে মিসবাহ উদ্দিন। ইসলামী সংগীত পরিবেশন করেন হেফাজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন গণ্ডামারা আল কুরআন মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির। মহসিন কলেজ শিক্ষার্থী মো. আরমান হোসাইন ও আবদুল হালিমের যৌথ সঞ্চালনায় অতিথি ছিলেন আনসার উদ্দিন, তৌহিদুল ইসলাম চৌধুরী, ইনামুল হক, রিয়াদুল ইসলাম, সেলিম উদ্দিন শওকত, দিদারুল ইসলাম। বক্তব্য রাখেন আরশাদ আল কাসেম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা রফিকুল করিম নঈমী, ইমরান হোসেন ইমু, আবদুল্লাহ সিকদার সম্রাট প্রমুখ। ইফতার মাহফিলপূর্ব কৃতী শিক্ষার্থী হিসাবে চুয়েটের বদরুম মুনির মহসিন, চবির মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ আসাদ উল্লাহ, আরিফ উল্লাহ বিন কায়সার ও আরকান শহিদকে ক্রেস্ট দিয়ে ফোরামের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
সারোয়াতলী ইউনিয়ন জামায়াতে ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চাঁন্দগাও) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোঃ আবু নাসের বলেছেন, জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক ব্যাপকভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। তাই জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে। গতকাল বোয়ালখালী উপজেলা সারোয়াতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার খোরশেদ আলাম, কধুরখীল ইউনিয়নের আমীর সৈয়দ মোহাম্মদ ফরিদ, বোয়ালখালী পৌরসভা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ। মাহফিলে সভাপতিত্ব করেন সারোয়াতলী ইউনিয়নের আমীর নাজিম উদ্দীন।
পাঁচলাইশ থানা জামায়াত ইসলামী : যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে। ভয়াবহ এই গণহত্যার জন্য ইহুদীবাদী ইসরাইলকে জবাবদিহিতায় নিয়ে আসার জন্য কার্যকরী ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার বিকেলে পাঁচলাইশ থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মফিজুল হকের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম ১০ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। আরো বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ড আমীর ও থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি তৌহিদুল ইসলাম, পাঁচলাইশ থানা শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, শফিউল আযম মন্টি, জাহান উদ্দীন, ইঞ্জিনিয়ার আবুল কালাম প্রমুখ।
সিসিএ নীহারিকা শাখা : চট্টগ্রাম কালচারাল একাডেমির (সিসিএ) উত্তর জোন নীহারিকা শাখার উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়দুল্লাহ। জোন পরিচালক অধ্যক্ষ আরিফ বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সিসিএ’র সভাপতি সেলিম জামান। সিসিএ’র সভাপতি সেলিম জামান বলেন, শাখাগুলোর কার্যক্রমে আরও সচেতন দৃষ্টি দেওয়া প্রয়োজন, যেন কোনো সাংস্কৃতিক কর্মী আমাদের সেবা থেকে বঞ্চিত না হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএ’র নির্বাহী পরিষদ সদস্য ও কর্ণফুলী থিয়েটারের সভাপতি মুহাম্মদ এনামুল হক, চট্টলা গানের দলের উপদেষ্টা আব্দুশ শাকুর, জোন সহকারী পরিচালক শিল্পী রহমত উল্লাহ, শিল্পী শাফায়াত খান, শিল্পী শামসুল আলম মুরাদ, শিল্পী মুজবান তাহের সাজিদ, শিল্পী এমরান হোসেন, শিল্পী নুরুল ইসলাম, শিল্পী ওবায়দুল্লাহ প্রমুখ।
মুক্তিযোদ্ধা প্রগতি বহুমুখী সমবায় সমিতি : মুক্তিযোদ্ধা প্রগতি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ও সুহৃদ প্রগতি সংঘের পৃষ্ঠপোষকতায় ইফতার ও দোয়া মাহফিল গত ১৯ মার্চ নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুজ্জোহা আলী। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক শওকত আলম খাজা, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মুবিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উত্তর–দক্ষিণ–মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবায়েরুল হাসান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, ভিওইডির প্রতিষ্ঠাতা মাশরুর আনোয়ার চৌধুরী, সংগঠনের পরিচালক ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
সংগঠক মোহতাদী আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজা মিয়া, এস এম লেয়াকত হোসেন, রমিজ উদ্দিন, প্রদ্যুৎ পাল, মো. মুজিবুর রহমান, সুহৃদ প্রগতি সংঘের আহ্বায়ক সজীব বড়ুয়া, সংগঠক রমিজ উদ্দিন রনি, আশরাফুজ্জামান প্রমুখ।
মাদ্রাসা এ তৈয়্যবিয়া সুন্নিয়ার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী : মাদ্রাসা এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ২১ শে মার্চ এই ইফতার মাহফিল মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সরোয়ার আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়ার অধ্যক্ষ ও সচিচ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি। আলোচক ছিলেন হয়রত মওলানা ইউনুস তৈয়্যবি যুক্তিবাদী। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম আনোয়ারি, আতাউর রহমান কাইসার, মাওলানা এরফান, মাওলানা হাসান, বদিউর রহমান। ইফতার মাহফিলে ২০০১ সালের সাবেক শিক্ষার্থী থেকে শুরু করে ২০২৫ সালের শিক্ষার্থীরা উপস্থীত ছিলেন। এছাড়া আযোজক কমিটির আহবায়ক মোহাম্মদ ইমাম হোসাইন, সদস্য সচিব মোহাম্মদ ইমরান আহম্মেদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মামুন, যুগ্ম সচিব আহসান উল্লাহ, আবদুল হালীম, মোহাম্মদ জুবায়ের, মুহাম্মদ মিনহাজ, মোহাম্মদ ইফতেখারুল, মুহাম্মদ রিয়াদ, মুহাম্মদ হেলাল, আক্তারুজ্জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।